ভাইরা বড় বিপদে পরে গেছি । আমার পিসিতে ফোলডার লকের এই পুরান ভার্সনটা ছিল । তো হঠাৎ একদিন চোখে পরল । তো কি মনে হলো ভাবলাম লক করে দেখি কাজ হয় কিনা । তো hard disk এর H disk টা পুরাই লক দিছিলাম । পরে খুলতে যাইয়া দেখি আমার H disk এর প্রতিটা ফোল্ডারের প্রতিটা ফাইল আলাদা করে প্যাসওয়ার্ড বসিয়ে খুলতে হচ্ছে । তো খুব বিরক্ত ধরে গেল । তখন রাগ উঠলেও কিছু করার ছিল না । কিছু ফাইল অনেক কস্টে খুললাম কিন্তু ১০ জিবি ফাইল ধীরে ধীরে খুলব বলে সিন্ধান্ত নিলাম । কিন্তু কিছুদিন পর হঠাৎ করে ফ্রেডদের পিসিতে উইন্ডোজ ৭ দেখে লোভে আগে পিছে কিছু না ভেবে ইন্সটাল দিছি । এতো দিন xp দেওয়া ছিল । ফোল্ডার লকের কথা ভুলেই গেছিলাম । কিন্তু ফোলডার লক সম্ভবত উইন্ডোজ ৭ এ কাজ করে না । অনেকদিন হল H disk এর ফোল্ডার খোলারও চেস্টা করি নি । কিন্তু কিছু জরুরি ফাইল এখন খুব দরকার হয়ে পরছে যেগুলা H disk এ আছে । এখন জরুরি হওয়ায় অনেক খোলাখুলির চেস্টা করলাম । লাভ হল না । প্রতিটা ফাইল লক দেখায় । খোলার জন্য যে প্যাসওয়ার্ড চায় তাও মনে হয় ভুলে গেছি নয়ত প্যাসওয়ার্ড দিলেও ভুল দেখায় অথবা উইন্ডোজ ৭ এ কাজ করে না সফটওয়ারটা । অনেকবার ফোলডার লক সফটওয়ারটা ডিলেট করেও চেস্টা করছি ফাইল খোলার তাও হচ্ছে না । নতুন করে আবার ইনস্টাল দিলেও প্রথমে প্যাসওয়ার্ড চায় ফাইলগুলা খুলতে । H disk এ ঢোকা যায় কিন্তু ফাইলগুলা এখনও লক দেখায় ।
Version 4.2
Release Date: 10th Oct, 2002
UNINSTALLER:
To uninstall the program, run it, enter the correct password, click the options button and select Uninstall. Please note that deleting Folder Lock manually or moving any files may cause severe problems. Also note that the program does not delete your locker folder, therefore your files are safely residing in the program folder of Folder Lock after uninstall.
http://www.newsoftwares.net/folderlock
আমি এদের ঠিকানায় একটা ইমেল দিছিলামও কিন্তু তারা উত্তর দ্বারা কি বুঝাল
I am really sorry for the mishap but if you have reinstalled your operating system, your data must have been unprotected automatically. The protected data is kept inside the Locker folder which is located inside the installation folder of Folder Lock. Can you please check if you still have the Locker folder with you and the size of that folder.
Please let me know if there is anything I can do for you.
আমি যেখানে সি ড্রাইভ ওর ফোল্ডার লোকেসন থেকে ফোল্ডার লক সফটওয়ারকে আনইনস্টল ওর ডিলেট করে দিছে সেখানে ওরা কি চেক করতে বলছে ।
আমার এখন কি করার আছে ?
ভাইরা ভাল বিপদে আছি । কেউ যদি একটু হেল্প করেন আমার অনেক বড় উপকার হবে ।
আমি mehedi hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
porasuna korci...........
আপনি যে ফেল্ডারটা লক করেছেন তা হিডেন আছে কিনা চেক করুন । সবচাইতে ভালো হয় ঐ ফেল্ডার এর একটা ছবি দিলে