হ্যাকার ভাইয়েরা হেল্পান……

আমি আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার লেপটপ এ একটি WIFI Network পাচ্ছে। আমি কুমিল্লাতে থাকি এবং এখানে কোন নেটওয়ার্ক নাই বলেই আমি জানি। কিন্তু আজকে তা দেখে অবাক হয়ে গেলাম। কিন্তু অতি দুঃখের বিষয় তাতে কানেক্ট করা যাচ্ছে না। এটি একটি wep network এবং আমি Broadcom Lan Driver ব্যবহার করি। কিভাবে এর পাসওয়ার্ড হ্যাক করতে পারবো? নিচে কিছু স্ক্রীনশট দিলাম।

Level 0

আমি Partha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai cmlar kothai thaken? Ame raicecorse thaki

    Level 0

    আমি ঝাউতলা তে থাকি এবং আমার নেটওয়ার্ক যথেষ্ট ভালো থাকে। এখন কি করলে তা হ্যাক করতে পারবো তা বুঝিবার পারিতেসি না…:(

ভাইয়েরা একটু হেল্পাইয়েন , আমিতো দুইটা WIFI Network পাই, একবার দেখি পাসওয়ার্ড নাই, ৩ দিনে ৮ গিগা নামাইছিলাম 😉 এখন আবার পাসওয়ার্ড দেয়া, একবার যদি হ্যাক করতে পারিরে ভাই, খাওন-দাওন মিস হইবনা 😀

    ও হে এইখানে একটা কথা বলে রাখা ভালো, আমি কারো বেক্তিগত লাইন ইউজ করিনাই, সরাসরি WIFI প্রভাইডারে কানেক্ট হইছিলাম, আর ওই প্রভাইডার আমারে যেই বাশ দিছিলো তা বলে শেষ করা যাবে না, ৩ মাস ওদের WIFI ইউজ করছি, নিছিলাম ৫১২এর প্যাকেজ, কিন্তু স্পীড পেতাম ৩০/৩২, পড়ে ওদের একজনের মাধ্যমেই জানতে পারি ওরা আসলে ৫১২এর নামে ইউজারদের ৩২০ এর লাইন দেয় 🙁

Vai jan age kisu valo kaj koren manosher jonno tarpor bash deoa shikhen (sorry to say this)

    Level 0

    ভাই ধন্যবাদ এই FREE ADVICE টির জন্য।

Level 0

আমি কখনই এই ধরনের হ্যাক সমর্থন করি না…এইটা গ্রামিন ফোন না যে বাশ দিতে সাহায্য করলে সমর্থন করব

    Level 0

    আপনি যদি ১ mbps স্পিড বিনামুল্যে পান তাহলে আপনার কেমন লাগবে???? 😉

    Level 0

    বিনা মূল্য পাওয়া আর চুরি করে নেয়া দুইটা এক জিনিস না ।
    আমার যা সামর্থ্য আছে তাই যথেষ্ট

Level New

ভাই প্রথমে এই টিউনটি পড়ে নিন।
https://www.techtunes.io/hacking/tune-id/48455/
অথবা wifi hack এর শক্তিশালী কিছু সফটওয়্যার নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
http://www.fileserve.com/file/kDHKJyu/WHP.rar
ধন্যবাদ।

    Level 0

    এইটা অনুযায়ি কাজ করলাম কিন্তু এর লেখার সাথে স্ক্রিনিটের মিল পাই নি। তাই কাজ ও হল না। তারপরও ধন্যবাদ।

    Level 0

    এটা অনুযায়ী কাজ করলাম কিন্তু এর লেখার সাথে স্ক্রীনশটের কোন মিল পেলাম না, তারপরও ধন্যবাদ।

Level 0

সালাম সবাইকে '' কেমন আছেন সবাই ?

আসলে আই কখনো এখানে পোস্ট করিনি এটাই আমার প্রথম পোস্ট হবে .. কিন্তু একবার করে ছিলাম আমার পরিচয় দিয়ে একটা পোস্ট কেন জানি পোস্ট টি গ্রহন করা হয়নি ।

যাই হোক আমি একটা সমস্যা এর সমাধান এর জন্য এসেছি .. সমস্যা টি হলঃ

ওয়ার্ডপ্রেস এমন কোন উপায় আছে কি ? যে কোন পোস্ট করলে যেটাকে আমি মেইন পেজে দেখাবো ওইটা মেইন পেজে আসবে আর যেটাকে আমি মেন পেজে দেখাতে চাইবো না ওইটা মেইন পেজে আসবে না ? যেই ক্যাটাগরিতে পোস্ট করবো ওই ক্যাটাগরিতে চলে যাবে কিন্তু মেইন পেজে আসবে না ?
যদি কারো কাছে এর সমাধান থেকে থাকে প্লিজ একটু বলবেন …

ধন্যবাদ সবাইকে ..

অটঃ এখানে এটা লেখার কারন হচ্ছে আমি নতুন পোস্ট করতে পারছিনা.. নতুন পোস্ট করতে গেলে একটা মেসেজ আসে ""টিউনে থাম্বনেইল ইমেইজ যোগ করা হয়নি। আপনার টিউনে সুন্দর একটি টিউন থাম্বনেইল যোগ করুন।"" এটা .. কিন্তু থাম্বনেইল যোগ করার কোন অপসন ই পেলাম না .. এখন কি করি বলেন ভাইয়েরা .. দুঃখিত