সবাইকে সালাম জানাই। আশা করি ভাল আছেন। আমার পিসিতে বেশ কিছুদিন ধরে একটা সমস্যা দেখা গেছে। সমস্যাটা হল,
আমি যখন পিসি অন করতে চাই, সবকিছু ঠিকমত চালু হয়, পাওয়ার লাইট জ্বলে, ফ্যানগুলো চলে, ডিভিডি রমের লাইট জ্বলে আবার বন্ধ হয় ( যেটা সবসময় হয়ে থাকে)। কিন্তু মনিটরে কোন ডিসপ্লে আসে না। এরপর পাওয়ার সুইচ অফ করে আবার চালু করে ২-৩ বার চেষ্টা করার পরে সবকিছু আবার ঠিকঠাক মত চালু হয়, ডিসপ্লেও আসে। এরপর পিসি চালাতে থাকলে আর এই সমস্যাটা হয় না। বন্ধ করে এক ঘন্টা পরেও ঠিক থাকে। কিন্তু ধরুন আমি রাতে পিসি চালিয়ে অফ করে ঘুমাতে গেলাম, সকালে উঠে প্রথমবার অন করার সময়ই সমস্যাটা দেখা দেয়। আবার সকালে চালিয়ে ১-২ ঘন্টা অফ রেখে আবার চালালে এই সমস্যাটা দেখা যায় না। আমি পাওয়ার সাপ্লাই চেইঞ্জ করে নতুন ৫০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগিয়েছি। প্রসেসর, র্যাম, পাওয়ার ও হার্ডড্রাইভ কেবল, গ্রাফিক্স কার্ড (৯৫০০ জিটি ১ জিবি) ইত্যাদি খুলে আবার ঠিকমত লাগিয়েছি। তারপরেও এই সমস্যা থেকে পরিত্রান পাই নি। তাহলে সমস্যাটা কোথায়?? আশা করি আপনারা আমার সমস্যাটা বুঝতে পেরেছেন। প্লিজ কারো জানা থাকলে সাহায্য করুন, আপনাদের প্রতিটি রিপ্লাই আমার জন্য অনেক মুল্যবান হবে, ধন্যবাদ।
আমি ওয়াহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
র্যামস্লট থেকে র্যাম খুলে মাইনাস স্ক্রু ডাইভার দিয়ে হালকা করে একটা বা দুইটা টান দেন।এরপর মাদারবোর্ডের ব্যাটারীটা খুলে আবার লাগিয়ে দেখুন।আশাকরি কাজ হয়ে যাবে।