ল্যাপটপের টাইম সমস্যা। সাহায্য চাই

আমি Dell Vostro 3400 ব্যবহার করি। কিন্তু বেশ কিছুদিন যাবত আমার ল্যাপটপের টাইম এ সমস্যা হচ্ছে। কখনও এটা বাড়ছে আবার কখনও এটা কমে যাচ্ছে। এই ব্যাপারে টেকি ভাইদের সাহায্য চাই। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোন কিছু বের করতে পারিনি। নতুন করে windows7 সেটআপ দিলাম। একদিন ঠিক ছিল এখন আবার সমস্যা শুরু হয়েছে।

Level 0

আমি জোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্টার্ট হওয়ার সময় F2 চেপে বায়োসে যান। তারপর সঠিক সময় দিন। এতেই কাজ হবে। আর উইন্ডোজ এ অটো টাইম আপডেট দিয়ে রাখুন যেন ইন্টারনেট কানেকশান পেলেই সময় ঠিক হয়ে যায়।

    Level 0

    তগতত

    Level 0

    শাওন vi ato update ta Ta kon system A

এটা সাধারণত মাদারবোর্ডের ব্যাটারী এর সমস্যা অথবা একসাথে দুইটি অপারেটিং সিস্টেম ব্যবহার করলে হয়।মাদারবোর্ডের ব্যাটারী এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এই সমস্যা বলে আমার মনে হয়।দোকানে নিয়ে গিয়ে পরিবর্তন করে দেখতে পারেন।মাদারবোর্ডের ব্যাটারী দেখতে অনেকটা হাতঘড়ির ব্যাটারীর মত দামও বেশী না।