খুব জরুরী ভিত্তিতে সাহায্য দরকার।কিছু ফাইল হারিয়ে ফেলেছিলাম।কার্ড রিকভার 5.3 ইন্সটল করলাম।রিকভার ও করলাম কিন্তু এখন সেইভ করতে গেলেই সিরিয়াল নম্বর চায়।একটা নামালাম নেট থেকে কিন্তু সেটা আবার নর্টন Disable করে দেয়।দয়া করে,কেউ যদি একটু হেল্প করেন।টরেন্ট ফাইল ছাড়া।কিউবি নেয়ায় পর থেকে টরেন্ট ও কাজ করছে না।দয়া করে সাহায্য করুন কেউ...খুবই বিপদে আছি।
আমি babu_ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্রী জিনিস থাকতে চোরাই কেন? এটা নেন http://www.piriform.com/recuva/download