ভাই সব আমি বাংলা জানিনা।অনেক কস্ট করে টিউন টা করার চেস্টা করছি ।যদি উপকার পাই তবে উতসাহিত হব।
আমি একটা সাইট খুলচি ফ্রী বই ডাউনলোড করার সাইট (http://bdfreebooks.wordpress.com)
আমি জানতাম না ডোমেইন এর গুরুত্ত কি?এখন টেকটিউনস থেকে জানতে পারলাম এটা নাকি হয় ডোমেইন কিনতে হই নইলে দুই বছর এর জন্য ফ্রী করা যায়।কিন্তু প্রস্ন হল আমি ত সাইট খুলে ফেলচি একন কি করলে আমি অই সুবিধা তা পেতে পারি।আমি চাচ্চি যাতে আমি ডোমেইন তা ফ্রী রেজিস্ট্রেশান করতে পারি।
সাহায্য করবেন দয়া করে।
খুব খুসি হব যদি প্রথম টিউন এ আমি প্রব্লেম টার সমাধান পাই।
ধন্যবাদ।
আমি amimanush। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি ওয়ার্ডপ্রেসে সাইট করেছেন, ভালো কথা। ওরা আপনাকে শুধু ব্লগিং করতে দেবে। আপনি চালিয়ে যান আপনার ব্লগিং। আর ভাই ফ্রি ডোমেইন তো আপনি রেজিস্টার করেছেনই। তবে যদি ডটকম এর কথা বলেন তাহলে কেউ আপনাকে ফ্রি করে দিতে পারবে না। একটা ডোমেইন কিনতে লাগে ৭০০ টাকা। আর হোস্টিং যে যেমন দিতে পারে। আমি আপনাকে দুটোরই ব্যবস্থা করে দিতে পারব। আপনি যে ডোমেইটাতে এখন কাজ করছেন তাতে করতে থাকুন। যখন আপনি সাইট কিনবেন তখন আপনি এক ক্লিকেই সব পোস্ট আপনার মূল সাইটে নিতে পারবেন। আরো কিছু জানতে চাইলে [email protected]-এ মেইল করুন। হোস্টিং প্যাকেজগুলো দেখতে পারেন http://burhanbd.com/?page_id=12