সাহায্য চাই আবারো !!!

কোন সম্মোহন ছাড়াই শুরু করছি।
নতুন ল্যাপটপ কিনতে যাচ্ছি। আমার জন্য কিছুটা ভাল খবর। কিন্তু সমস্যা অন্য খানে। আমি আগে ডেস্কটপ ব্যবহার করতাম। ওটাতে ৩২০ জিবি সাটা হার্ডডিস্ক ছিল। আমি ওটা থেকে সব ডাটা আমার নতুন ল্যাপটপে কপি করতে চাই। কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না। বলে রাখা ভাল আমার কোন বড় মাপের পেন ড্রাইভ নেই।

টিটির বড় ভাইয়েরা প্লিজ একটু সাহায্য করেন।

সবাই ভাল থাকবেন।

🙂

Level 0

আমি Nayan Kumar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইউএসবি ডাটা ট্রান্সফার কেবল কিনে নেন। হাজারের মত দাম। কপি করতে কয়েক ঘন্টা লাগতে পারে।

আর টাকা না থাকলে ল্যান কেবল কিনে নেন। তারপর দুই পিসি এর মাঝে ল্যানে ডাটা কপি করে নেন এই টিউন দেখে https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/59590/ এতে অবশ্যই প্রায় দ্বিগুন সময় লাগবে।

    আর হ্যা বলতে ভুলে গেছি, নতুন ল্যাপটপ, eSATA পোর্ট আছেনা? eSATA ব্র্যাকেট কিনে নেন। তাহলে পিসি এর হার্ডডিস্ক থেকে সরাসরি সাটা পোর্ট এর মতই স্পীডে কাজ করতে পারবেন।

    বাঁচালেন শাওন ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।কাল সকালেই চেষ্টা করব।

ভাইয়া eSATA ব্র্যাকেট নিয়ে কিছু বলেন প্লিজ…।

kin2 device e power supply korbo kivabe ?