আমার cusin দেশের বাইরে থেকে একটা কম্পিউটার (2nd হ্যান্ড) কিনে নিয়ে এসেছে. সে কম্পিউটার তেমন ভালো বোঝে না. কম্পিউটার এর সবকিছুi ঠিক আছে কিন্ত sound আসে না. আমি নতুন করে XP setup দিলাম. কিন্ত ওই কম্পিউটার এর motherbord হলো hp . কিন্ত ভুল করে motherbord এর CD টা আনা হয়নি. আমি Intel , foxconn এর motherbord এর CD setup দিয়ে দেখার চেষ্টা করেছি কিন্ত নেয় না. আমি এটা নিয়ে খুব ঝামেলায় আছি. কোনো ভাবেই sound আনতে পারছি না. এখন আমি কি করতে পারি? কিভাবে আমার কম্পিউটার এ sound ঠিক করতে পারি? দয়া করে কেও একটু বলবেন? আমি জানি Techtunes একটা বিশাল সমুদ্র . সেই সমুদ্রে আমার এই প্রবলেম এক ফুটা জল মাত্র. আমি জানি আমার এই প্রবলেম-এ অনেকেই আমার জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন. আমি তাদের উত্তরের আসায় রইলাম. আমার বাসা থেকে IDB যাওয়াটা খুব কষ্টকর. তাই কেও কি আমার জন্যে hp motherbord এর CD -r download link টা দিতে পারেন. তাহলে খুব উপকৃত হব.. আমি এখন আমার কম্পিউটার এর sound ফিরিয়ে আনতে কি করতে পারি?
কোনো গান চালালে এরকম দেখায়..
sound device এরকম দেখায়..
আমি এখন কি করতে পারি?
আমার system information ...
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
ভাই আপনি গুগোল-এ "Realtalk High Defination Audio Driver" সার্চ দিলে পেয়ে যাবেন। চেষ্টা করে দেখুন- কাজে লাগতে পারে।