টেকটিউনস নিৎসন্ধে একটি জ্ঞানের কারখানা এখান থেকে আমি অনেক কিছু শিখেছি কিন্তু টেকটিউনস কোনো টিউনার 3ds max নিয়ে কোনো টিউটিারিয়াল করেনি অনেকে সফটওয়্যার দিয়েছে কিন্তু 3ds max এর
উপর টিউটোরিয়াল নেই আমার কথায় যারা একমত তারা মন্তব্যের মাধ্যমে ভোট দিন আর ভাই যারা ম্যাক্স এর কাজ সামান্যো জানেন তারা এর ইপর টিউটোরিয়াল করুন ধন্যবাদ।
আমি abir63232। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
3D এনিমেশন তৈরী করার আগ্রহ অনেকেরিই আছে তবে এটাও সত্যি যে 3D এনিমেশন তৈরী করা সহজ কোন কাজ নয়। এটার জন্যে প্রচুর সময়ের প্রয়োজন। সেই ক্ষেত্রে স্ক্রীনশট দিয়ে টিউটোরিয়াল দেওয়া অনেক সময়ের ব্যাপার। তবে ভিডিও টিউটোরিয়াল গুলো সহজেই দেওয়া যায় তবে আবার আপলোড এর ঝামেলা। এখান থেকে ২/৩ বছর আগে 3D MAX ও MAYA নিয়ে বেশ আগ্রহ নিয়েই কাজ করেছিলাম। তবে আস্তে আস্তে অন্য কাজে ব্যস্ত থাকায় ঐ গুলোর পিছনে আর সময় দিতে পারলাম না। তবে যখন নতুন নতুন 3D এনিমেশন তৈরী করতাম তখন বেশ মজাই লাগতো 🙂
3D MAX জানার পরেও টিউটোরিয়াল দিতে পারলাম না বলে দুঃখিত তবে আমার ইচ্ছে ছিলো এবং এখনো আছে। সময় পেলে নিশ্চয় দিব।