এটা আমার দ্বিতীয় টিউন। আমি Mobidata MBD-100EU মডেম ব্যবহার করি। আমার মডেম কেনার আগে খেয়াল ছিলনা যে এটাতে ডায়ালার নাই। আমি জিপি ইন্টারনেট ব্যবহার করি।আগে কিছুদিন info লিখে ৫০০০ এ পাঠালেই কতটুক ব্যবহার করেছি জানতে পারতাম কিন্তু এখন এই সেবা বন্ধ করে দিসে। তাই বড়ই সমস্যায় আছি। আমি নেট ঘেটে আমার মডেম এর কোন ডায়ালার পেলামনা। আপনারা যদি জানেন প্লিজ জানাবেন।
আর একটা কথা আমার একটা ফ্রী এবং ভালো IP HIDING সফটওয়্যার দরকার । কারো জানা থাকলে জানাবেন.......
কোন ভুল হলে মাফ করবেন..................
আমি monir4241। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই নিজেই সেটআপ করে নিন না। মডেম লাগিয়ে নেটওয়ার্ক ম্যানেজার এ যান। নিউ ডায়াল-আপ কানেকশান দিন। তারপর মোবিডাটা সিলেক্ট করুন, নাম্বার হিসেবে *৯৯# দিন, আর কানেক্ট করুন।