আসসালামু আলাইকুম। পাঁচ ছয় দিন আগে আমি আমার ব্লগে টেমপ্লেট বদলি করি এবং কিছু প্লাগীন যোগ করি। ঐ সময় দু-একবার লগইন করতে পেরেছিলাম। কিন্তু এখন আর পারছিনা। লগইন পেজ দিয়ে লগইন করলে স্কীন সাধা হয়ে যায়। কিছুই আসে না। অনেক সমসয্যায় আছি।
কি ভাবে আমার ব্লগের ডিফল্ট সেটিং করতে পারি। দয়া করে আমাকে জানালে খুব আনন্দিত হব।
আমি মোহাম্মদ দৌলত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 332 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এসএমএস এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং একসাথে । https://fb.me/mddoulat2, https://mddoulat.com, https://my.bipsms.com
যেগুলা ইন্সটল করেছিলেন সেগুলা এফটিপি দিয়ে ঢুকে ডিলেট করে দেন। তাহলেই হবে।