আমাদের অফিসের আই টি ম্যানেজারের সাথে আমার সম্পর্ক ভাল যাচ্ছে না। ভদ্র বেশী নাম্বার ওয়ান ইতর শ্রেনীর লোক! মুখোশধারী। আমার সাথে মুখে মুখে ভাল সম্পর্ক হলেও পিছনে লেগে আছে। অহেতুক আজকাল আমি যে সব বাংলা ব্লগে যাচ্ছি তা তার কম্পিউটার থেকে নোট/মনিটর করে উক্ত ব্লগ গুলো মেইন সার্ভার থেকে বন্ধ/ব্লক করে দিচ্ছে। বাংলা ব্লগ গুলোতে আমার নানা লেখা রয়েছে, তার ব্লক করার জন্য আমি নিদারুন মন কষ্টের মাঝে পড়ে গেছি। আজ সন্ধ্যায় সে আমার সামুকেও ব্লক করে দিয়েছে। এই ব্লগের দেখা পেলেও বন্ধ করে দিবে বলে মনে হচ্ছে!
আপনাদের কাছে হেল্প চাই, আমি কি করে সার্ভার থেকে ব্লক করে দেয়া ওয়েব/ ব্লগ গুলোতে যেতে পারি। প্লিজ হেল্প। আশাকরি আপনাদের কাছে থেকে একটা সামাধান পাবো। কারন আমি জানি শেরের উপর সোয়া শের আছে!
প্লিজ হেল্প। আমি আপনাদের সাথে থাকতে চাই।
আমি সাহাদাত উদরাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে নিজে কি লিখব! কি বলবো! গুনধর পত্নীই শুধু বলতে পারে তার স্বামী কি জিনিষ! তবে পত্নীরা যা বলে আমি মনে করি - স্বামীরা তার উল্টাই হয়! কনফিউশান! ----- আমি নিজেই!! ০১৯১১৩৮০৭২৮
যুবায়ের হাসান ভাই সহ নানা টেকি ভাই থাকতে আমি মনে করি এটা কেন সমস্যাই নয়!
দেখা যাক কি করে একটা ভাল সাজেশন পেতে পারি। তৃতীয় কোন সফটওয়্যার হলেও চলবে।