বাংলা লায়ন, কিউবি অথবা সিটি সেল থেকে ব্লগস্পত ব্লগ লোড হচ্ছে না

বাংলা লায়ন, কিউবি অথবা সিটি সেল থেকে ব্লগস্পত ব্লগ লোড হচ্ছে না। কেও খেয়াল করেছেন কি ?

আমি এখন কিউবি ব্যবহারকারী, ইদানীং যাবত কন ব্লগস্পত ব্লগ খুলছে না। এই সমস্যা শুধু আমার না অনেকেরই দেখা দিচ্ছে।

ত জাই হক, পরে বাংলা লায়ন কিনলাম। তাতেও দেখি ব্লগস্পত ব্লগ খুলে না ! এত দেখি বড় মুসিবত। কিউবি এবং বাংলা লায়ন কে কমপ্লেইন করলাম, তারা বলল খুব জলদি ঠিক হয়ে যাবে। কিন্তু কে কার খেয়াল রাখে ! ওদের ত টাকা পকেট এ আশেলই হল। জাই-হক বদনাম না হয় করি।

আপনার যারা বাংলা লায়ন বা কিউবি ব্যবহার করসেন আপনাদের কি আমার মতন প্রব্লেম দেখা দিচ্ছে ?

আমি এই লিঙ্ক এ কম-প্লেন পোস্ট করলাম, http://www.google.com.my/support/forum/p/blogger/thread?tid=7501c4d1f8fe9452&hl=en

গুগল থেকে কোন আওাজ পেলাম না ।আমার যা মণে হয় BTTB থেকে প্রবলেম টা দেখা দিচ্ছে

Nasif A. Razzaque

আমার অনন্য টিউনসঃ

এশে গেল শাউতমিলাউদ এর বিখ্যাত ব্লগার টেমপ্লেট

কিসু অসাধারণ ব্লগার টেমপ্লেট

ভিবিন্ন বিষয়ে যেমন পণ্য এবং সার্ভিস নিয়ে ব্লগ করে টাকা আয় করুন

বিজয় and অভ্র – মোস্তফা জব্বারের প্রতারনা

কিভাবে তৈরি করবেন নিজের মতো করে 404 page ( ওয়ার্ডপ্রেস থেসিস থিম )

মেপে দেখুন আপনার সাইট এর গতি কেমন

Level 0

আমি ণাসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জি ভাই । শুনলাম প্রথমে বিশ্বাস হয় নি এখন হল ।

Level 0

proxy ip ব্যাবহার করুন । তাইলে browse করতে পারবেন ।

ভাই আমার তো সিটিসেল জুম আল্ট্রা দিয়ে ঠুকতে পারছি। আর হ্যাঁ এই সমস্যাটা হচ্ছে BTTB থেকে তাই গুগলে বলে কোন লাভ নেই। আর আমাদের BTTB যারা চালাচ্ছে তাদের হয়ত ব্লগষ্পট সম্পর্কে কোন ধারনা নেই।

বাংলালায়ন ইউজ করি, আরও অনেক আগে থেকেই আমি বিষয়টা নিয়ে কমপ্লেন করে আসছি। শুধু ব্লগস্পট না, আমার জানামতে আরও কয়েকটা সাইট বাংলালায়ন থেকে একসেস করা যাচ্ছেনা।

Level 0

আমিও ভুক্তভুগি …!

আমিও কিউবি চালাই। একই পরিস্থিতির স্বীকার। প্রথমে মনে করেছিলাম, সমস্যাটা আমার একার। এখন দেখছি, অনেকেই আছেন। এর সমাধান হবে কি করে?

আমিও ভুক্তভোগী।

আমি তো ADSL ইউজ করি।কোন problem face করছি না।

Banglalion এ কোন সমস্যা হচ্ছে না…

Level 0

HELP KOREN PLS.VI, aktu help koren, pls. Ami BANGLALION modem use kori. 8 hours age ami windows 7 install dey. Ar por hote net theke ki j down-up hoy kisuy buzi'na. Kono page open kora nay, sob software update nije close koresi. Windows update close. tarpor"o ager obostha. Akhon ki korbo. Monthly 300tk use kori, data"r poriman khub kom. Ajke amar 300mb nosto hoyse. Pls via"ra amake bachan. Ami bangla likhte parina, khoma korben.