আমি সম্প্রতি ব্লগারে একটি সাইট খুলেছি এবং আমার পূর্বের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যথাযথভাবে যুক্ত করেছি। কিন্তু আমি কত আয় করছি তা কিভাবে জানবো?

সকলে আমার সালাম নিবেন।

অ্যাডসেন্স গুরুদের বলছি। প্লিজ একটু সাহায্য করুন। আমি গত ২ দিন হয় একটি ব্লগারে একটি সাইট খুলেছি। এবং আমার আগের তৈরী করা ইউনিক  কন্টেন্ট সেখানে পোষ্ট করেছি। এখানে বলে রাখা উচিত যে, আমার আগেই অন্য একটি সাইটের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এপ্রুয় হয়েছিল। সেই অ্যাকাউন্টটি এখনে যুক্ত করেছি। তারপর নিয়মমত পোষ্ট কোড, মোবাইল নম্বরের শেষ ৫ সংখ্যা এবং আইডি দিয়ে সঠিকভাবে যুক্ত করেছি। অ্যাড ঠিকঠাকভাবে আসছে। কিন্তু  এখন আমার এডসেন্স অ্যাকাউন্টে ঢুকলে আমি কিভাবে বুঝবো যে কোন সাইট থেকে আমার কত আয় হচ্ছে? অর্থাত আমার এডসেন্স অ্যাকাউন্টে লগিন করলে শুধূ আগের সাইটটির Earnings দেখায়।

এখন আমি যে নতুন ব্লগারে এডসেন্স যুক্ত করেছি সেটির হিস্টোরি কিভাবে দেখবো?

আমি ব্লগারে ঢুকেছিলাম। সেভানে দেখাছে আর্নিং ০০ দেখাছে।

কিন্তু কথা হলো শুধু ব্লগার থেকে আমার কত আয হচ্ছে তা কিভাবে দেখবো? আর যদি আমার ব্লগারে  ১০০ ডলার হয় তাহলে তা কিভাবে রিকোয়েস্ট করবো?

এই প্রশ্নটি এই কারনে করছি কারন আমার এডসেন্স অ্যাকাউন্টে আমি এই সাইট থেকে কোন আয় হতে দেখছিনা। এই দুইদিনে আমার মনে হয় কম যদি হয় তবু ০৭ সেন্ট তো হবে। কারন কিছু না কিছু ভিজিটর অবশ্যই এডে ক্লিক করেছে। কিন্তু দেখাচ্ছেনা।

তাই সাহায্য করুন। নাকি অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতর আমাকে আরো কিছু কাজ করতে হবে? ঠিক ঝামেলাই আছি। প্লিজ বলুন।

Level 0

আমি simon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

০১৬৭৭২৫৮২৪৫ নাম্বারে ফোন করুন। দেখি কি করতে পারি।

Level 0

ভাই, সমাধান টিটি তে প্রকাশ করলে আরও অনেকে উপকার পাবেন……তাই আপনি সমাধান খুজে পেলে আবশ্যই টিটি তে দিবেন আশা করি।

Level 0

All the adsense earning you can see inside adsense. Just login to your adsense account and find out the Details view (Right Navigation) then click Sites from left navigation.