টেকটিউনস এ আছি বছর খানেক ধরে। স্বার্থপরের মত শুধু টিউনগুলো পড়ে অনেক কিছু শিখে ফেলেছি কিন্তু কখনো সবাইকে ধন্যবাদ দেওয়া হয়নি। একটা সমস্যার কারনে আজ লেখা, তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। গত ২-৩ দিন ধরে আমি টেকটিউনস এর পেইজগুলো ঠিক ভাবে দেখতে পাচ্ছিনা। ফুল পেজ লোড না হয়ে ব্যাক গ্রাউন্ড সাদা হয়ে লেখা গুলো আসে। গুগল ক্রম, মজিলা, ইন্টারনেট এক্সপ্লোরার সহ সবগুলো ব্রাউজার দিয়েই চেষ্টা করে দেখেছি কিন্তু কোনটাতেই আগের মত টেকটউনস পাচ্ছিনা। এর কারন ও সমাধান জানালে খুব উপকৃত হতাম। যেভাবে আমি লেখাগুলো পাই তার একটা স্ক্রিন শর্ট দিলাম যেন আপনারা আমার সমস্যা বুঝতে পারেন। সমাধান জানা থাকলে একটু সাহায্য করেন.....আর আগে থেকেই ধন্যবাদ জানায়ে রাখলাম।
আগের সেই টেকটউন এর চেহারা ফিরে পেতে কি করতে হবে একটু জানান প্লিজ...ধন্যবাদ সবাইকে।
আমি Sagor। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing contributory.. :P
এইটা আমারো মাঝে মাঝে হয় কিন্তু রিফ্রেশ F5 ক্লিক করলে ঠিক হয়ে যায় । আপনি চেস্টা করে দেখুন আমার মনে হয় ইন্টারনেট স্লো কানেকশনের জন্য এমন হয় । তাতে না হলে অন্য ব্রাউজার ইউস করতে পারেন অথবা আপনার এখনকার ব্রাউজারটি নতুন করে ইন্সটল করুন ।