আমি কিছুদিন আগে HP mini 210-1014ee দেশের বাহিরে থেকে পেয়েছি। প্রথম অবস্থায় এতে উইন্ডোস সেভেন স্টারটার ছিল আমি আলটিমেট দেই তখনও সব ঠিক ছিলো। কিন্তু যখন হার্ডডিস্ক এর পারটিশন বাড়িয়ে সেট আপ দিলাম তখন দেখি ব্লুটুথ আননোন ডিভাইস দেখাচ্ছে। এক্সপি দিলাম ব্লুটুথ পেল ভিস্তা দিলাম তাও পেল কিন্ত সেভেন এ পাচ্ছেইনা। ড্রাইভার দিয়েও লাভ হচ্ছেনা। সাহায্য করুন।
কারও কাছে ভিস্তার ভাল এক্টিভেটর থাকলে দিয়েন। বাজার থেকে একটা কিনেছিলাম সেট আপ দিলাম দেখি কন্ট্রোল পেনেল সহ হাইড করে ফেলছে।
আমি sum। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লুটুথ অন আছে তো? না থাকলে বায়োসে ঢুকে অন করে নিন অথবা ওয়ারলেস বাটন চেপে অন করুন। তাও না পেলে ব্রডকম থেকে ড্রাইভার ডাউনলোড করে নিন