আমার মোবাইলটি হচ্ছে Nokia C3
দেড় মাস হলো কিনেছি, প্রথম দিকে Opera mini, Nimbuzz ইত্যাদি সফটওয়্যারগুলো ঠিকঠাক কাজ করতো, কিন্তু ইদানীং এগুলো ওপেন করতে গেলে লোডিং নিতে নিতে নেট কানেকশান Error বা configuration setting চেঞ্জ করতে বলে।
কিন্তু নোকিয়ার ডিফল্ট ব্রাউজারটা ঠিকই কাজ করে, এর মাধ্যমে সবকিছুই ব্রাউজ করা যাচ্ছে, এর মানে configuration-এ মনে হয় সমস্যা নেই
আমি পরবর্তীতে ebuddy ডাউনলোড করেও চেষ্টা করেছি, কাজ হয় না,
এখন আমি কি করতে পারি?
এই সফটগুলো কিভাবে ব্যবহার করতে পারবো?
নাকি customer care-এ নিয়ে যাবো, please help করুন।
আমি খাঁটি গরীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর একটা বিষয় টেকটিউনসে ডিসপ্লে নাম কিভাবে চেঞ্জ করে?