ডিভি লটারীতে কি ভাল মোবাইলে তোলা ছবি গ্রহনযোগ্য হবে? নাকি বাধ্যতামূলক ডিজিটাল ক্যামেরাই তুলতে হবে।যারা ভালভাবে জানেন শুধু তারাই উত্তর করবেন।

সকলে আমার সালাম নিবেন।

আমাদের বাংলাদেশীদের অনেকেরই শখ আমেরিকায় যেতে। সে সুযোগ রয়েছে। প্রতিবছর ডিভি লটারী হয়। কিন্তু সঠিক নিয়মের অভাবে অনেকেরই ডিভি প্রক্রিয়া বাতিল হয়।

শুধুমাত্র ছবির কারনে।

সমস্যা: ডিভি লটারীতে কি মোবাইলে ছবি তুলে তা পরে সব নিয়মকানুন মেনে ছবি জমা দিলে কি হবে?

যেমন: আমার মোবাইল ফোন Nokia 6300 । যারা জানেন তারা অবশ্যই জানেন যে নোকিয়া ৬৩০০ সেটের ছবির রেজুলেশন খুব ভাল। তাই এটি দিয়ে করলে কি হবে।

আন্দাজে বা খেয়ালবশত কোন উত্তর করবেন না। কারন এতে সকলের  ক্ষতি হবে। যদি জানেন তাহলে  প্লিজ সঠিক উত্তর দিবেন।

বিশেষ অনুরোধ: যদি কেউ ডিভি নিয়ে পুরো স্ক্রীর্নশর্ট দিয়ে পুরো বর্ননা করে একটি টিউন করতেন যাতে সব তথ্য থাকে তাহলে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ।

Level 0

আমি simon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

হবেনা। ডিভি ওয়েভ সাইট এ Sample দেয়া আছে। Lighting টা হল আসল। মুখে কোন অংশ ছায়া, বা আধার হতে পারবেনা।

Techtunes এ অনেক টিউন আছে, Follow করুন।

আমার উপদেশ, ছবির জন্য Studio তে গিয়ে তাদের DV সাইজের করে দিতে বলুন। কপি টি নিয়ে আসবেন এবং আপনি পূরণ করবেন নিজে।

    সহমত……..

    Level 0

    খুবই ভাল পরামর্শ ঠিক মনের মত কথা বলেছেন। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

টিউনটি সাহায্য বিভাগে দিন।

    সহমত

    Level 0

    ভাই ইতিপূর্বে সাহায্য বিভাগে দিয়েছিলাম কিন্তু কোন মন্তব্য আসেনি তাই….

Bro akta full instructi0n Bangla tut0rial er PDF file dibo kich0kh0n p0r pc theke..Ota h0yto apnar j0nNo 0nek helpful h0be…

    Level 2

    Pagol Rajputro…..PDF file ta share korun please…………….oneker kaje lagbe

Level New

মোবাইল দিয়ে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না এইটা কোথাও বলা হয়নি। ব্যাপারটা হচ্ছে ছবির কোয়ালিটি এবং ডিভির আলাদা নিয়ম যা তাদের সাইটই দেয়া আছে। উদাহরণ নকিয়া এন৮ এর কোয়ালিটি অনেক ডিজিটাল ক্যামেরার চেয়েও ভালো।
আর নকিয়া ৬৩০০ এর রেজুলেশন খুব ভালো????? ১৬ মেগাপিক্সেল ক্যামেরার মোবাইলও ভাই বর্তমানে আছে যেখানে ১৯২০ X ১০৮০ রেজুলেশনের এইচডি ভিডিওও রেকর্ড করা যায়। বর্তমান দুনিয়ায় নকিয়া ৬৩০০ এর ক্যামেরা একান্তই শিশুমাত্র। এটা দিয়ে তোলা ছবি দিয়ে ডিভি পূরণ করলে ঐ সময়টাই নষ্ট হবে আপনার।

    Level 0

    ধন্যবাদ ভালভাবে বুঝানোর জন্য।

ভাই এতোখন পর কারেন্ট আসলো তাই দেরি করে কমেন্ট করতে হল… DV এর জন্য ফটো রিকুয়ারমেন্ট দেখার জন্য এই সাইটে জান http://www.dv2009photo.com/DVLotteryPhoto/sample_photo.php

আর PDF ফাইলটি আপনাদের উপকারে আসবে আশা করে মেডিয়াফায়ারে আপলোড করে দিলাম
ডাওনলোড লিঙ্ক http://www.mediafire.com/?utqj83etgji7j96

    Level 0

    ধন্যবাদ