সাহায্য চাই ! সাহায্য চাই !! মোবাইলের জন্য

আমি সনি এরিকসন C903  চালাই । লেপটপ ডেল ১৪৪০ অপারেটিং সিস্টেম উইনডোজ ৭ । আমি ওয়াই ফাই ইনটারনেট চালাই । আমি আমার কম্পিঊটারের ইন্টারনেট আমার মোবাইলে চালাইতে চাই ব্লোটুথ ব্যবহার করে । কেউ কি আমাকে একটু সাহায্য করবেন প্লীজ ।  এমন কোন সফটয়ার কি আছে যা দিয়ে মোবাইলে ইন্টারনেট ট্রান্সফার করা যাবে ব্লুটুথের মাধ্যমে । প্লীজ কেউ জানলে একটু হেল্প করুন ।

Level 0

আমি সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আমার ও একীই প্রশ্ন । আমার চাই সব নোকিয়া E মডেল এর।

    Level 0

    nokia PC suite ব্যবহার করে দেখতে পারেন।আমি নকিয়া ৫১৩০ nokia PC suite এর সাহায্যে ব্লু–টুথ দিয়ে চালিয়েছি।

Level 0

Amar Mone Hoy Apne Cell Phone Dea Wifi Use Korte Chan Jode Phone A Wifi System Na Thake Tahole Amar Mone Hoy Onno kono Upaye Wifi Use Kora Jay Na…

আপনার মোবাইল ব্রাউজারে কি এধরনের অপশন আছে – Use Internet via Bluetooth ?? মোবাইল ব্রাউজার ইন্টারনেটে প্রবেশ করার আগে আপনাকে Confirm করে Sim1 or Sim2 কিন্তু via Bluetooth কি show করে ?? যদি করে থাকে তবে অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন ….. !!!! মাঝে মাঝে চিন্তায় দেখি আইনষ্টাইন এবং নিউটনকেও হার মানিয়ে ফেলেন ….. !! আপনার জন্য মোবাইল প্রস্তুতকারক কোম্পানীগুলোকে নতুন করে গবেষণা শুরু করতে হবে দেখছি ……………. !!!

    😆 আসলেই মোবাইল কোম্পানীগুলোর উনার ব্যাপারটা নিয়ে ভাবার দরকার…

      মোবাইলে ব্লুটুথ দিয়ে ইন্টারনেট ব্যবহারের জন্য কোন অপশান না থাকলে কোন সফটওয়ার দিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।

    নাঈম ভাই, নোকিয়া সিরিজ ৬০ ফোন এ একটা সফটওয়্যার ইন্সটল করে আর পিসি থেকে সার্ভার বানিয়ে এই কাজ করা যায়। আমি ব্লুটুথ দিয়ে ল্যান করতে পারি। তাই খুঁজতে যেয়ে পেয়ে গেছিলাম।

    Level New

    যান সাইদ ভাই, আপনাকে Solution দিয়ে দিলাম https://www.techtunes.io/internet/tune-id/4884/

    হি হি হি