আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজ যে ব্যাপারে আপনাদের সামনে হাজির হয়েছি তা হল:
আমার পিসিতে intel graphics media accelerator , install করা যায় না ।। কারন আমি উইন্ডোজ ৭ ব্যবহার করি।। প্রথম বার ইন্সটল হইসে।।কিন্ত তারপর আর ইন্সটল করতে পারছি না। এই কারন আমি অনেক গেম খেলতে পারি না।।
আমার উইন্ডোজ configaration :
আর সেট আপ করলে নিচের Error টা এসে।।
এখন আমি কি করব???
দয়া করে কেউ আমাক সাহায্য করুন।।
আমি 5h4h4D@ H05541n। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার Chipsets কত ?? এটা কি G31 নাকি G45 নাকি অন্যকিছু ?? আপনার মাদারবোর্ড কোন কোম্পানীর ?? এসব না দিলে আপনাকে কিভাবে সমাধান দিবে ?? সবচেয়ে ভাল হয় আপনার মাদারবোর্ডের সাইটে গিয়ে Latest Driver টি ডাউনলোড করুন ।