পিসিতে intel graphics media accelerator , install করা যায় না ???

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজ যে ব্যাপারে আপনাদের সামনে হাজির হয়েছি তা হল:

আমার পিসিতে intel graphics media accelerator , install করা যায় না ।। কারন আমি উইন্ডোজ ৭ ব্যবহার করি।। প্রথম বার ইন্সটল হইসে।।কিন্ত তারপর আর ইন্সটল করতে পারছি না। এই কারন আমি অনেক গেম খেলতে পারি না।।

আমার উইন্ডোজ configaration :

আর সেট আপ করলে নিচের Error টা এসে।।

এখন আমি কি করব???

দয়া করে কেউ আমাক সাহায্য করুন।।



Level 0

আমি 5h4h4D@ H05541n। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার Chipsets কত ?? এটা কি G31 নাকি G45 নাকি অন্যকিছু ?? আপনার মাদারবোর্ড কোন কোম্পানীর ?? এসব না দিলে আপনাকে কিভাবে সমাধান দিবে ?? সবচেয়ে ভাল হয় আপনার মাদারবোর্ডের সাইটে গিয়ে Latest Driver টি ডাউনলোড করুন ।

    আপনার মোটা বুদ্ধি দেখে অবাক হচ্ছি।

    ১। উনার চিপসেট দিয়ে কি করবেন? উনি কি চিপসেটের সফটওয়্যার চেয়েছেন?
    ২। INTEL এই লেখাটা কি চিনতে পারেন না? তাও কেন মডেল জানতে চান?
    ৩। উনার সিস্টেম রেটিং ৩.৪। ইন্টেল জি৪১ ভিডিও চিপসেট জি৩১ এর চেয়ে বেশি ভালো, জি৩১ এ ৩.৪ স্কোর আশা করেন কীভাবে?
    ৪। উনার পিসি বেশ ভালো কনফিগারেশানের। অবশ্যই নতুন, তাই জি৩১ বা এস৯৪৫ এর প্রশ্নই আসেনা।

    হ্যাঁ ……. !! উনার মাদারবোর্ডের সিডিতে Windows 7 এর ড্রাইভার নেই …… সুতরাং উনার মাদারবোর্ড যে অবশ্যই নতুন এটা শুধুমাত্র আপনার মত চিকন অপুষ্টি ব্রেনই ধরতে পারে ……. !! খুবই সুন্দর

    আজকাল G41 চিপসেটের VGA ড্রাইভারগুলো তাহলে G31 চিপসেটের VGA এ তে কাজ করছে …… !! তাহলে Foxconn G31 চিপসেটের intel graphics media accelerator Driver তাহলে Gigabyte G31 চিপসেটের intel graphics media accelerator VGA এতে ইনষ্টল হচ্ছে ….. !! বাহ দারুণ তো !!

    আর আপনি লিংকটি দিলেন 5.44 PM এ এবং শাহাদত ভাই তার উত্তর জানালেন 7.44 PM এ । তারপর উত্তরটি দেখে 8.30 PM এ এখানে মহাজ্ঞানী ভাবটা ধরলেন । কেন 5.45 PM এ কি এত কিছু জানতেন না ….. !?!? ঝড়ে বক মরল বলে কি – আপনি সত্যিই অনেক মহাজ্ঞানী হয়ে গেলেন দেখছি …… !! সত্যিই আপনার চিকন অপুষ্টি ব্রেনের প্রশংসা না করে পারা যায় না …… !!! 🙄

    জানি বলেই সরাসরি লিঙ্ক টা দিয়েছি। আর জেনে রাখুন যে এই ইনটেল গ্রাফিক্স মিডিয়া এক্সিলারেটর সফটওয়্যারটা ফক্সকন, গিগাবাইট, ডেল, আসুস – যেখানেই শেয়ারড ভিডিও মেমরি আছে (এমনকি ইন্টেল এইচডি গ্রাফিক্সও) তাতে কাজ করে। এবং এতে কোর সিরিজের চিপসেটের ড্রাইভারও দেওয়া থাকে।

    না জেনে ঢিল মারিনি। কারণ আমার একটা পিসি তে ৩.৪ রেটিং দেখে অভ্যাস হয়ে গেছে, সেটা জি৪১ চিপসেট। আর ড্রাইভার পায়নি কে বলল? উইন্ডোজ এর টাস্কবারটা দেখুন তো? ট্রান্সপারেন্ট না? ড্রাইভার না পেলে Aero চালু হয়না, তখন টাস্কবার গাঢ় রঙের দেখায়। উনার আলাদা ফিচার যেমন গেম খেলা ইত্যাদি এর জন্য আরো বেশি সাপোর্ট দরকার।

    আর সময়ের ব্যাপারটা বলি। আমার তো আপনার মত তীক্ষ্ণ বুদ্ধি না। মেজাজ খারাপ হয় এটা দেখে যে আপনি সবাইকে আজাইড়া সমাধান দেন। অথবা দিতে পারেন না।

    আপনার কথা শুনে সময় আর মেজাজ নষ্ট করার ইচ্ছা আমার নেই। আপনার মত বেয়াদপ আমি টিটিতে দ্বিতীয়টি দেখিনি, দেখবোও না। আমি আমার মেইল এর নোটিফিকেশানে "তরঙ্গ" লেখা ইমেইল সরাসরি ফিল্টার করে স্প্যামে পাঠিয়ে দেই। টিটিতে যদি ব্লক করা যেত তবে তাই করতাম। এই কমেন্ট লেখার কারণে যদি আমার টিটি মেম্বারশিপ বাতিল হয় তাতেও আমার কিচ্ছু যায় আসেনা। ধন্যবাদ

    হা হা হা …… কবিরাজী সমাধান দেওয়া যার অভ্যাস – তার কাছ থেকে আজাইরা কথাটা ছাড়া আবার কি আসা করা যেতে পারে …. হা হা হা ….. !! 😆 😆 আর আপনার কমেন্টই বলে দিচ্ছে আপনি কত বড় বেয়াদব এবং এই স্বীকারোক্তিতে সেটাতো নিজই প্রকাশ করেছেন – "এই কমেন্ট লেখার কারণে যদি আমার টিটি মেম্বারশিপ বাতিল হয় তাতেও আমার কিচ্ছু যায় আসেনা।" আসলে আপনাকে চরম বেয়াদব বললেও কম হবে …. আপনি তো একটা পাগলা কুকুর যার অভ্যাস সবসময় মানুষকে কামড়ানো …. আর পাগালা কুকুরের মেজাজ খারাপ করানোর দরকার হয় না …… ওর মেজাজ তো এমনিতেই খারাপ থাকে …… ঠিক আপনার মত ……… !!! :mrgreen: :mrgreen: :mrgreen:

এটা ডাউনলোড করুন আশা করি কাজ হবে

http://downloadmirror.intel.com/19101/a08/GFX_Vista_Win7_32_15.17.7.2141_PV_Intel.exe

    আর যদি আপনার কাছে মাদারবোর্ড এর ডিভিডি টা থাকে তাহলে 15.**** নামের ফোল্ডার এ যেটা আছে সেটা ইন্সটল করে দেখুন।

thanks…showan bhi…apnar kothay kaj hoise…

torongo bhi comment korar jonno donnobad…