আমি একটি ইবুক সাইট খুলতে যাচ্ছি আর এজন্য আমাকে অনেক বইয়ে বিভিন্ন সাইটের জলছাপ দেয়া থাকে সগুলো এডিট করার প্রয়োজন। এবং হেডার ও ফুটারে আমার সাইটের লিঙ্ক দেয়া প্রয়োজন আমি অনেক খুজেছি কিন্তু কারো বই আমি এডিট করতে পারিনি। আমাকে সেগুলো এডিট করা দরকার। কারো কাছে কি এমন কোন সফটওয়্যার আছে থাকলে প্লিজ লিঙ্কটা দিয়েন। আমি এডোব রাইটার দিয়ে চেষ্টা করেছি কিন্তু পারিনি। কেই যদি এই বিষয়ে আগে কোন টিউন করে থাকেন তাহলে প্লিজ লিংটা একটু কমেন্ট করে দিয়েন। আমি এটুকু কাজের জন্য আমার সাইটে বইগুলো রাখতে পারছিনা।
সাহায্য বিভাগে এই টিউনটি দিতে পারতাম কিন্তু সেখানে কেউ লক্ষ্য করেনা তাই দিলাম না। ভালো থাকবেন সবাই।
আমি Liton-Online.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়েবের উপরে কাজ করছি, সাথে টুকটাক ব্লগিং করি। http://www.liton-online.com সাইটের এডমিন আমি। আপনাদের সাহায্য কামনা করছি। ফেসবুকে আমি https://www.facebook.com/litonice09
আপনি PDF to Word Converter ব্যবহার করুন । তারপর Word দিয়ে এডিট করে পুনরায় Adobe PDF Writer দিয়ে PDF বানিয়ে ফেলুন ।