লিনাক্স চালাব সেই শখ বহুদিনের। সেই সুবাদে কাল উবুন্টু ইনষ্টল দিলাম। চাচ্ছিলাম উইন্ডোজকে চিরতরে বিদায় জানাব। সেই কারনে পুরো উইন্ডোজ সিষ্টেম ফরম্যাট দিয়ে শুধু উবুন্টু ইনষ্টল দিলাম। ইনষ্টল ভালভাবে সম্পন্ন হল কিন্তু আমি আমার অন্য কোন হার্ডড্রাইভ খুজে পাচ্ছি না। এ নিয়ে আমি তিন বার ইনষ্টল দিয়ে ফেলেছি কিন্তু কোন সমাধান পাইনি। অনেকবার পার্টিশন দিয়েছি,কিন্তু ফলাফল জিরো। আমার কোথায় ভুল হচ্ছে তা আমি বুঝতে পারছি না। টেকটিউনস এ উবুন্টু ইনষ্টল নিয়ে যত পোষ্ট আছে তার সবই কিভাবে ভার্চুয়াল মেমোরির সাহায্যে উইন্ডোজের সাথে উবুন্টু ইনষ্টল করা যায় তার বর্ননা দেয়া আছে। কিন্তু অন্যকোন অপারেটিং বাদে শুধুমাত্র উবুন্টু কিভাবে ইনষ্টল দেয়া যায় তার কোন পোষ্ট আমি পাই নাই। দয়া করে আমাকে কেউ সাহায্য করুন। আমি পাইরেসির দুনিয়া থেকে মুক্তি পেতে চাই। আর একটি ব্যাপার উবুন্টুতে কিভাবে ইয়াহু মেসেনজার চালানো যায় তা একটু আমাকে বলবেন। আপনাদের সাহায্যের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami jante cai............
Vai, apni ubuntu install er somoy 'Specify partitions manually' diyesilen? Naki 'Use the entire disk' diyesilen? 2nd ta hole may be apnar disk ta format hoye gase and data gulo muse gase. Ar 1st ta hole, apnar drive gulor file system ki? File system ntfs ba fat32 hole valo hoy.