উবুন্টু ইনষ্টল করে ঝামেলাতে আছি,প্লিজ হেল্প মি॥॥॥॥॥॥

লিনাক্স চালাব সেই শখ বহুদিনের। সেই সুবাদে কাল উবুন্টু ইনষ্টল দিলাম। চাচ্ছিলাম উইন্ডোজকে চিরতরে বিদায় জানাব। সেই কারনে পুরো উইন্ডোজ সিষ্টেম ফরম্যাট দিয়ে শুধু উবুন্টু ইনষ্টল দিলাম। ইনষ্টল ভালভাবে সম্পন্ন হল কিন্তু আমি আমার অন্য কোন হার্ডড্রাইভ খুজে পাচ্ছি না। এ নিয়ে আমি তিন বার ইনষ্টল দিয়ে ফেলেছি কিন্তু কোন সমাধান পাইনি। অনেকবার পার্টিশন দিয়েছি,কিন্তু ফলাফল জিরো। আমার কোথায় ভুল হচ্ছে তা আমি বুঝতে পারছি না। টেকটিউনস এ উবুন্টু ইনষ্টল নিয়ে যত পোষ্ট আছে তার সবই কিভাবে ভার্চুয়াল মেমোরির সাহায্যে উইন্ডোজের সাথে উবুন্টু ইনষ্টল করা যায় তার বর্ননা দেয়া আছে। কিন্তু অন্যকোন অপারেটিং বাদে শুধুমাত্র উবুন্টু কিভাবে ইনষ্টল দেয়া যায় তার কোন পোষ্ট আমি পাই নাই। দয়া করে আমাকে কেউ সাহায্য করুন। আমি পাইরেসির দুনিয়া থেকে মুক্তি পেতে চাই। আর একটি ব্যাপার উবুন্টুতে কিভাবে ইয়াহু মেসেনজার চালানো যায় তা একটু আমাকে বলবেন। আপনাদের সাহায্যের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

Level 2

আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami jante cai............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai, apni ubuntu install er somoy 'Specify partitions manually' diyesilen? Naki 'Use the entire disk' diyesilen? 2nd ta hole may be apnar disk ta format hoye gase and data gulo muse gase. Ar 1st ta hole, apnar drive gulor file system ki? File system ntfs ba fat32 hole valo hoy.

Level 0

ভাই, উবুন্তু ইন্সটলের জন্য এই লিঙ্কটা দেখতে পারেন।

http://forums.linuxdesh.com/thread-33.html

আর ইয়াহু একাউন্ট চালানোর জন্য এম্পাথি মেসেঞ্জার ব্যবহার করতে পারেন।

    vai ami bolsi kivabe onno kono operating system bade ubuntu install deya jay.apni j link dilen oitateo xp rekhei ubuntu install diyese.

    Level 0

    ভাই, আপনি ওই পোস্ট অনুযায়ী সি ড্রাইভকে পার্টিশন করে উবুন্তু ইন্সটল করুন। আশা করি তাতে অন্য অপারেটিং সিস্টেম ডিলিট হয়ে যাবে। আমিও এভাবে উবুন্তু ইন্সটল করেছি।

Level 0

If u setup UBUNTU 10.04 LTS then check your menu shown in desktop. There is a list of Existing drive.

বুঝেছি। আপনি মনে হয় উবুন্টু ইন্সটল করার সময় সম্পুর্ণ ডিস্ক ফরম্যাত করে ফেলেছেন।

    শুনুন। উবুন্টু ইন্সটল করার সময় উইন্ডোজ এর মত সরাসরি পার্টিশন দেখিয়ে বলবেনা যে কোন ড্রাইভ এ ইন্সটল করবেন। ডিফল্ট হিসেবে হার্ডডিস্ক এর ফাকা স্থানে (ফাকা জায়গা আছে এমন ড্রাইভ না, এটাকে আনপার্টিশানড স্পেস বলে) ইন্সটল হতে চায়। অথবা সম্পুর্ণ ডিস্ক ফরম্যাট করে ইন্সটল হয়।

    যারা এটার কোনোটাই চান না, তাদের জন্য আরেকটি অপশন থাকে। এখানে আপনি সি ড্রাইভ ডিলিট করে সেখানে উবুন্টু ইন্সটল করতে পারবেন। আর সেই পার্টিশনটা "/" এভাবে অর্থাৎ রুট হিসেবে মাউন্ট দিতে হয়। ভার্চুয়াল মেমরির কথা বলছেন সেটা হল swap অপশন। আপনার র‍্যাম বেশি থাকলে এটা না করলেও চলে। আপনি এ বলুন কোনটা করেছেন? যদি সম্পুর্ণ ডিস্ক ফরম্যাট না করে থাকেন তাহলে এমনিতেই উবুন্টু থেকে উইন্ডোজ এর মত সকল ড্রাইভ দেখাবে।

    প্রথম লিনাক্স সেটাপ দেয়ার সময় আমারো এই অবস্থা হয়েছিল।Use the entire disk দিয়ে হার্ডড্রাইভ পুরোটাকে এক করে ফেলেছেন।এখন প্রথমে উইন্ডোজ ব্যবহার করে পার্টিশান করে পরে উবুন্টু সি ড্রাইভে সেটাপ দিন।শাওন ভাই যেভাবে বলেছেন,ওইটা আগে বলুন।

Level 2

Viea ami extreamly sorry, apnake bad news dewor jonno….Apner full hearddisk formet hoye gese. ubuntu & windows dotoi indivisual operating system……ubuntu windows er inside e use kora jai & atatei ubuntur moja lota jai…..Amar kache ubuntu 10.10 original cd ase ..but canonical akhon supply off kore dieace.