গুগল এডসেন্স নিয়ে ঝামেলায় আছি

গূগল এডসেন্স নিয়ে ঝামেলায় আছি। কেউ যদি সমাধান জানেন তাহলে ইকটু জানাবেন।

১। গুগল এডসেন্স এর টাকা কোন কোন ব্যংক এ ক্যশ করা যায়?
২।নাম নিয়ে একটু ঝামেলা আছে, জাতীয় পরিচয় পত্রে নামের আগে (এস.এম.) শব্দটি আছে,যেকারণে ব্যংক একাউন্ট খুলতে গেলে এস.এম. শব্দটি যোগ করেই একাউন্ট খুলতে হয়। কিন্তু যখন গুগল এডসেন্সে সাইন আপ করতে যাই তখন এস.এম. শব্দটি গ্রহন করেনি,যে কারণে এস.এম বাদ দিয়েই সাইন আপ করেছিলাম। এখন এই নামের কারণে আমি কি আমার চেক ক্যশ করাতে পারব না?
ব্যংকার অথবা যারা গুগল এড নিয়ে কাজ করেন তারা একটু সহযোগিতা করুন।

ধন্যবাদ

Level 0

আমি আলপিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমারও তো । এই সমস্যা। কি করা যায় বলেন সবাই।

    *** আপনি ইসলামি ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক (আমার ৩০০০ টাকাও এক সময় কাটছে, এখন হয়তো ১২০০ টাকার মতো কাটে) অথবা এক্সিম ব্যাংকে একাউন্ট করতে পারেন। তবে এক্সিম ব্যাক ৭-৮ দিনের মধ্যেই টাকা ক্যাশ করে। আর চার্জ ও তুলনামুলক কম কাটে (৫০০-৬০০)। আপনি সরকারি ব্যাংক গুলোতেও একাউন্ট করতে পারেন কিন্তু $ ডলার ক্যাশ হতে ১ মাসও কোন কোন সময় লেগে যায়।

    *** আপনি ব্যাংকের কর্মকর্তাদের সাথে ভালো মত আলোচনা করেন এটা নিয়ে, আর আপনাকে গুগল এডসেন্সের নামের সাথে মিলিয়েই ব্যাংক একাউন্ট টা করতে হবে। আপনি প্রমান করতে চেষ্টা করুন আপনি সেই লোক, আর আপনি আপনার চেক সাথে নিয়ে গিয়ে উনাদের দেখান। আর টা না হলে আইডি কার্ড হাল নাগাদের সময় এস.এম. শব্দটা বাদ দিয়ে দিন।

    ধন্যবাদ। ভালো থাকবেন, আরও প্রয়োজনে আমার নামে ক্লিক করুন।

সরকারী ব্যাংকের মাঝে সোনালী ব্যাংক ছাড়াও বেশির ভাগ বেসরকারী ব্যাংকে ক্যাশ করতে পারবেন। তবে যে ব্যাংকেই একাউন্ট করেন ফরেন একচেঞ্জ শাখায় একাউন্ট হলে একটু দ্রুত ক্যাশ করতে পারবেন।
আর নাম নিয়ে টুকটাক সমস্যা সম্ভবত ধরে না।

উত্তর ১. আপনি ইসলামি ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক (আমার ৩০০০ টাকাও এক সময় কাটছে, এখন হয়তো ১২০০ টাকার মতো কাটে) অথবা এক্সিম ব্যাংকে একাউন্ট করতে পারেন। তবে এক্সিম ব্যাক ৭-৮ দিনের মধ্যেই টাকা ক্যাশ করে। আর চার্জ ও তুলনামুলক কম কাটে (৫০০-৬০০)। আপনি সরকারি ব্যাংক গুলোতেও একাউন্ট করতে পারেন কিন্তু $ ডলার ক্যাশ হতে ১ মাসও কোন কোন সময় লেগে যায়।

উত্তর ২. আপনি ব্যাংকের কর্মকর্তাদের সাথে ভালো মত আলোচনা করেন এটা নিয়ে, আর আপনাকে গুগল এডসেন্সের নামের সাথে মিলিয়েই ব্যাংক একাউন্ট টা করতে হবে। আপনি প্রমান করতে চেষ্টা করুন আপনি সেই লোক, আর আপনি আপনার চেক সাথে নিয়ে গিয়ে উনাদের দেখান। আর টা না হলে আইডি কার্ড হাল নাগাদের সময় এস.এম. শব্দটা বাদ দিয়ে দিন।

ধন্যবাদ। ভালো থাকবেন, আরও প্রয়োজনে আমার নামে ক্লিক করুন।