গূগল এডসেন্স নিয়ে ঝামেলায় আছি। কেউ যদি সমাধান জানেন তাহলে ইকটু জানাবেন।
১। গুগল এডসেন্স এর টাকা কোন কোন ব্যংক এ ক্যশ করা যায়?
২।নাম নিয়ে একটু ঝামেলা আছে, জাতীয় পরিচয় পত্রে নামের আগে (এস.এম.) শব্দটি আছে,যেকারণে ব্যংক একাউন্ট খুলতে গেলে এস.এম. শব্দটি যোগ করেই একাউন্ট খুলতে হয়। কিন্তু যখন গুগল এডসেন্সে সাইন আপ করতে যাই তখন এস.এম. শব্দটি গ্রহন করেনি,যে কারণে এস.এম বাদ দিয়েই সাইন আপ করেছিলাম। এখন এই নামের কারণে আমি কি আমার চেক ক্যশ করাতে পারব না?
ব্যংকার অথবা যারা গুগল এড নিয়ে কাজ করেন তারা একটু সহযোগিতা করুন।
ধন্যবাদ
আমি আলপিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমারও তো । এই সমস্যা। কি করা যায় বলেন সবাই।