RAR ZIP ফাইলের পাসওয়ার্ড রিকভার করার সফটওয়্যার দরকার।

কিছু দিন আগে শখ হয়েছিল চিত্র শিল্পী হয়ে যাওয়ার। তাই নামিয়ে ফেললাম একটা বই Fun_with_a_Pencil নামের কিন্তু সমস্যা হল এই ফাইলটা RAR format এর। খুলতে গেলে পাসওয়ার্ড চায়। কিন্তু যে সাইট থেকে নামিয়েছি ঐ সাইটে কোন পাসওয়ার্ড দেয়া ছিল না। এখন এই ফাইলটা কিভাবে খুলব কেউ বলতে পারেন। কার কাছে কি আছে এমন কোন পাসওয়ার্ড ক্র্যাকার সফটওয়্যার।

উল্লেখ্য পাসওয়ার্ডের ল্যান্থ নাম্বার ও সিম্বল ব্যবহার হয়েছে কিনা কিছুই জানি না। টেঁকি ভাইরা একটু হেল্প করেন।

ধন্যবাদ।

Level 0

আমি মজার মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সরাসরি PDF লিংক Andrew Loomis – Fun with a Pencil – কোন পাসওয়ার্ড নাইঃ

রেপিডশেয়ার লিংকঃ- ( সাইজ – ১১.০৩ মেগাবাইট )
http://rapidshare.com/files/154705978/Andrew_Loomis-Fun_With_A_Pencil.pdf

মেগাআপলোড লিংকঃ- ( সাইজ – ১২.০৮ মেগাবাইট )
http://megaupload.com/?d=R4UP2S3I

    আপনার কমেন্ট দেখে একটা ১৮+ কৌতুক মনে পড়ল। কৌতুকটা এমন

    "জামাই আর বউ বসে একসাথে টিভি দেখলছিল। এমনসময় জামাই হঠাৎ বউয়ের দিকে ফিরে বলল, ‘ওগো তুমি কি আমাকে এমন কিছু বলতে পারবে যেটা একই সাথে আমাকে আনন্দ ও কষ্ট দিবে’
    বউ জামাইয়ের দিকে ঘুরে বলল, ‘তোমার বন্ধুদের মধ্যে তুমিই বিছানায় বেশি সময় টিকতে পারো।’"

    এই পোস্টটা একই সাথে আমাকে আনন্দ দিয়েছে কারন বইটা পাচ্ছিলাম না এখন পেয়ে গেলাম। এজন্য আপনাকে ধন্যবাদ। আবার পোস্টটা কষ্ট ও দিচ্ছে টিটি তে একজনও কি এমন নেই যে রার ফাইল ক্র্যাক করার সফটওয়্যারের নাম জানে। আমার কাছে এমন আরও কিছু ফাইল আছে যে গুলো ও আমি খুলতে চাই।

    ধন্যবাদ।

      Level 0

      @মজার মানুষ: কৌতুকটা ভাল লাগলো। আর হ্যাঁ, যে জন্য পোস্ট টা পড়া তা কাজে লাগলো না।