কিছু দিন আগে শখ হয়েছিল চিত্র শিল্পী হয়ে যাওয়ার। তাই নামিয়ে ফেললাম একটা বই Fun_with_a_Pencil নামের কিন্তু সমস্যা হল এই ফাইলটা RAR format এর। খুলতে গেলে পাসওয়ার্ড চায়। কিন্তু যে সাইট থেকে নামিয়েছি ঐ সাইটে কোন পাসওয়ার্ড দেয়া ছিল না। এখন এই ফাইলটা কিভাবে খুলব কেউ বলতে পারেন। কার কাছে কি আছে এমন কোন পাসওয়ার্ড ক্র্যাকার সফটওয়্যার।
উল্লেখ্য পাসওয়ার্ডের ল্যান্থ নাম্বার ও সিম্বল ব্যবহার হয়েছে কিনা কিছুই জানি না। টেঁকি ভাইরা একটু হেল্প করেন।
ধন্যবাদ।
আমি মজার মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সরাসরি PDF লিংক Andrew Loomis – Fun with a Pencil – কোন পাসওয়ার্ড নাইঃ
রেপিডশেয়ার লিংকঃ- ( সাইজ – ১১.০৩ মেগাবাইট )
http://rapidshare.com/files/154705978/Andrew_Loomis-Fun_With_A_Pencil.pdf
মেগাআপলোড লিংকঃ- ( সাইজ – ১২.০৮ মেগাবাইট )
http://megaupload.com/?d=R4UP2S3I