আমি আমার ব্লগ এর জন্য google adsense এ সরাসরি আমার google মেইল দিয়ে সাইন আপ করি।সমস্যা হল আমি আমার ব্লগ থেকে কোনো google adsense এর অপশন দেখি নাই।ব্লগ এ "Monetize" নামে একটি অপশন থাকে তবে আমি আমার ব্লগ এ "Monetise" নামে অপশন দেখতে পাই যা কিনা "আমাজন" এর ডিটেইলস ভিউ করছে, আর কোনো অপশন নাই।
আবার, আমি google adsense এর একাউন্ট এ গিয়ে google ads code (HTML) আমার ব্লগ এর Gedget option এ যোগ করি, এবং ব্লগ ভিউ করলে যে যায়গায় আমি google adsense এর কোড দিয়েছি সেখানে Error ম্যাসেজ ভিউ করে, এমতবস্থায় আমার কি করার আছে? আমি আমার ব্লগ এ google ads ইউস করতে চাই।
বিঃদ্রঃ আমার ব্লগ এর templets কোনো সমস্যা কিনা জানাবেন। আমার ব্লগ http://www.ranonno.tk এখানে।
আমি ScrollBoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাইটের Language বাংলা আছে বলে মনে হচ্ছে। Language English করলে Monetize" নামে অপশন পাবেন এবং সেখানে google adsense ও থাকবে ইনশাল্লাহ।