১) আমার পিসি-তে উইন্ডোজ ৭ ইন্সটল করার পর থেকে কিবোর্ড এ সমস্যা করছে। @ বাটনটি পরিবর্তিত হয়ে ( “ ) এই বাটনে ছলে এসেছে। এটাকে কীভাবে সমাধান করা যায়?
২) XP-তে খুব সহজেই উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে অডিও সিডি থেকে গানগুলোকে কপি করা যেত; কিন্তু এখন উইন্ডোজ ৭ এ উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে এই কাজটি করতে পারছিনা। এর সমাধান কি?
৩) ফেসবুক সংক্রান্ত একটি বিষয়ে জানতে চাই। অনেক ফ্রেন্ড এর প্রোফাইল দেখার সময় লক্ষ্য করলাম যে, তাদের প্রোফাইল লিঙ্কটি এই রকম থাকে http://www.facebook.com/(name of the friend)। যেমনঃ http://www.facebook.com/Rahim । কিন্তু আমার প্রোফাইল এর লিঙ্ক এইভাবে দেখায় না। আমার ক্ষেত্রে /php.profile=............ থাকে। ঐসকল ফ্রেন্ডদের contact information এও ঐ লিঙ্কটি দেখা যায়। এইটা আমি কীভাবে করতে পারি?
আমি Tuner Jami। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম্পিউটারের security জন্য যে password number টা use করা হয় সেটাকে নাম্বার পরিবতে picture দিয়ে করা যায় , এমন একটি সফটওয়ার পোস্ট করা হয়েছে ১১/১২/২০১১ Abujh_ valobasher ভাইয়ের থেকে , সেটাকে আবার remove করা হলো কেন? কারও কাছে এ সফটওয়ারটি সেভ করা থাকলে আবার পোস্ট করলে খুবই খুশী হবো।