গুগল এডসেন্স নিয়ে একটা ঝামেলায় পরলাম। আমার ওয়ার্ডপ্রেস সাইটে গুগলের অ্যাড গুলো সমস্যা করছে। গুগলের অ্যাড গুলো দেয়ার পর কিছু কিছু পোস্টে অ্যাড শো করে, আবার অনেক পোস্টে শো করে না , অ্যাড এর জায়গায় সবুজ হয়ে থাকে ( নিচের ছবির মত) । f উল্লেখ্য আমি "adrotate" pluginটি ইউস করি। এর আগে থিমের ডিফল্ট অ্যাড ব্লক ইউস করেও সেম সমস্যা হয়। নতুন পোস্ট করার সময় প্রিভিউ তে অ্যাড ঠিকই শো করে। পোস্ট দেয়ার পর ঝামেলা করে। থিম চেঞ্জ করেও ফল পাইনি 🙁 কি করা যায়, কেউ দ্রুত আমাকে জানান ।
আমি বোকা মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অতিরিক্ত হাবিজাবি কোড+প্লাগইন ব্যবহারের সুফল। যেগুলা রেন্ডার করতে ব্রাউজারের খবর হয়ে যায়।