একটি নৈতিক পরামর্শ প্রয়োজন,পরামর্শ দেওয়ার মত কোন ভাই কি আছেন ?

আমার এক বন্ধুর একটি বোন ছিল, দূর্ভাগ্যক্রমে তার সঙ্গে এক মদপায়ীর সঙ্গে বিবাহ হয়েছিল, বিবাহের পর জানা গেল যে সে মদপায়ী, বিবাহের পর সে ঘরে ফ্রিজে রেখে প্রতিদিন মদ পান করত এবং তার স্ত্রীকেও সে ছলে বলে কৌশলে শিখিয়ে ফেলল, সিগারেট খাওয়াও শিখাল, এছাড়াও নেশাজাতীয় প্রায় জিনিষ খাওয়া তাকে শিখালো, এক পর্যায়ে এই লম্পট ছেলেটি আফ্রিকা গেল তার স্ত্রীকে রেখে, সেখানে গিয়েই সে একটি বিয়ে করল এক নিগ্রো মেয়েকে, গিয়ে সে আর তার স্ত্রীর খোজ খবরও নেয়নি, মেয়েটি কষ্ট পেয়ে নেশা পান আরও বাড়িয়ে দিল, তাকে অনেকবার মানুসিক চিকিত্‍সা করানো হয়েছে কিন্তু কোন লাভ হয়নি, কিছুদিন ভাল থাকে আবার শুরু করে দেয়৷ বর্তমানে তার অবস্থা আরও মন্দ, সে নেশাপানত করেই সেই সঙ্গে ফ্যমেলির সবার সঙ্গে খারাপ ব্যবহারও করে যার জন্য তার বড় বোন তাকে অনেকবার মেরেছে, আমার বন্ধু এই ব্যপাড়ে পরামর্শ চাইলে আমি কোন জবাব দিতে পারেনি ভাবলাম এই ব্লগে যারা আছেন সবাই আমার চেয়েও অনেক বেশি জ্ঞানী, তাই আপনাদেরকে অবহিত করলাম, এই ক্ষেত্রে কোন কর্মনীতি অবলম্বন করলে পরিবারটি এই সমস্যা থেকে বাচতে পারে কারন তাকে জেলে দেওয়াও সম্ভব নয় এবং ভবুঘরে দেওয়াও সম্ভব নয়, এতে তাদের সম্মান নষ্ট হবে৷ আপনাদের সুচিন্তিত মতামত আরও অনেক পরিবারকে পথের দীশা দেখাতে পারে কারন অনেক পরিবারেই এই সমস্যাটি রয়েছে৷

100% Natural Health Advice
http://www.health-advice.tk

Level 2

আমি smmahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মাদক নিরাময় কেন্দ্রে জগাজগ করতে পারেন ।

Last a link dear mane ke?

Level 0

take monojogot centre a dr.firoze ar kasa nia jan