ইসলামী ব্যাংক অ্যাডসেন্স চেক কেস করা বন্ধ করে দিয়েছে

অ্যাডসেন্স চেক পেয়েছে কিন্তু চেক কেস করা নিয়ে বিরম্বনা পোহাতে হয়নি এমন ব্যাক্তি বাংলাদেশে খুঁজে পাওয়া দায় ।

অ্যাডসেন্স চেক

আমি ৫মাস যাবৎ অ্যাডসেন্স চেক পাচ্ছি । ইসলামী ব্যাংক মৌচাক শাথায় জমা দিয়ে কেস করাতাম । কিন্তু আজকে ফোন করে বলল, আমার চেক কেস হয়েছে কিন্তু ভবিষ্যতে যাতে আর চেক জমা না দেই । ইসলামী ব্যাংক য়ার মাধ্যমে চেক কেস করাত তারা নাকি এই সার্বিস বন্ধ করে দিয়েছে । আপনারা কোন ব্যাংক এর মাধ্যমে অ্যাডসেন্স চেক কেস করান? কত সময় লাগে? কত টাকা লাগে ?

Level 0

আমি মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হায়রে ডিজিটাল বাংলাদেশ।

কৃষি ব্যংক এ ক্যশ করায় ১মাস ৫-৭ দিন লাগে।

    আমি শুনেছি কৃষি ব্যাংক ২০০ ডলারের নিচে চেক নেয় না । কত টাকা লাগে?

আমাদের মিদিয়া তে এ ধরনের প্রব্লেম তুলে ধরতে হবে। পত্র পত্রিকায় লেখা দিতে হবে। তাসারা আমাদের উপায় নেই এসব থেকে রেহায় পেতে

Level 0

আপনি ন্যশনাল ব্যংকে চেক কেশ করাতে পারেন । আমার জানামতে ন্যশনাল ব্যংক চেকের ০.১৫% অথবা সর্বনিন্ম ২৫০ টাকা নেয় পোষ্টাল চার্জ প্রজোয্য । আমার এডসেন্স একাউন্ট নেই এসব তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা তাই ভুল হলে দয়া করে ক্ষমা করে দিবেন ।

    আপনি ঠিকই বলেছেন, আমি চেক ক্যাশ করাই ন্যাশনাল ব্যাংকে, পৃথিবীতে সব কিছু ডিজিটাল হচ্ছে তাই ব্যাংক কি ডিজিটাল হয়ে গেল কে জানে। হায়রে বাংলাদেশে যতদিন যাচ্ছে সবকিছু অবিনতির দিকেই যাচ্ছে ।

Level New

IFIC ব্যাংক মতিঝিল ব্রাঞ্চ। ১২-২০ দিন সময় নেয়। ৪০০ টাকার মতো চার্জ। একটা কথা। যেকোনো ব্যাংকের মতিঝিল বা মতিঝিলের ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চে একাউন্ট খুলে এডসেন্স চেক ভাঙ্গান। অনেক ঝামেলা থেকে বাঁচবেন। বিশেষত মতিঝিলের ব্রাঞ্চগুলাতে তেমন কিছুই বলতে হয় না। তারা এসব নিয়ে নিয়মিত কাজ করে অভ্যস্থ। আমি বছর ২ ধরে চেক ভাঙ্গাই।

    @সেতু: ভাই আপনি কই এখনো এডসেন্সের টাকা IFIC মতিঝিল শাখা থেকে উঠান? বিস্তারিত বলবেন, আমি খুব ভোগান্তির মধ্যে আছি… যেই ব্যাংকে যাই তারাই বলে এখন তারা এসব আর করে নাহ অথবা অনেক চার্জের কথা বলে। আমি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, DBBL সহ বেশ কয়েকটা ব্যাংকে গেলাম, কোনটাই দিয়ে হলো নাহ।আপনি যদি এখনো IFIC ব্যাংকে থেকে টাকা ঝামেলা বিহীন ভাবে তুলতে পারেন (আপনার কমেন্ট তো বেশ আগের তাই নিশ্চিত হতে চাইছি আর কি) তাহলে আমিও মতিঝিল শাখায় একাউন্ট ওপেন করবো। দয়া করে পুরো প্রসেস’টা একটু জানাবেন।

    তাহলে আমি সহ আরো অনেকের বিশাল সাহায্য হত। আপনাকে অগ্রিম ধন্যবাদ।

      Level New

      @কিশোর: হ্যা ভাই এখনো তুলি, গত সপ্তাহেও টাকা তুললাম। তবে ৫০০ টাকা থেকে সার্ভিস চার্জ বেড়ে ১০০০ টাকা হয়েছে। তবে সার্ভিস নিয়ে কোনো ঝামেলা নেই। নতুন কাস্টমার? নো প্রবলেম, ফরেন রেমিটেন্স টেবিলে গিয়ে চেক জবা দিলেই হবে, বাড়তি কিছু চাইবে না। [email protected] আমার মেইল এড্রেস।

        @সেতু: অসংখ্য ধন্যবাদ ভাই। আমি এই রবিবার ব্রাঞ্চে যেয়ে একাউন্ট ওপেন করবো। আর আপনার মেইল অ্যাড্রেস তো থাকলোই, যোগাযোগ করবো ইনশাল্লাহ।

          Level New

          @কিশোর: একাউন্ট করতে কিংবা ইন্ট্রুডিউসার নিয়ে কোনো ঝামেলা করলে ফরেন রেমিটেন্স টেবিলের শামসুল আরেফিন সাহেবকে আমার নাম বলবেন।