ইন্টারনেট ব্যবহারে কম্পিউটারের হার্ডওয়ার কোনো ভূমিকা রাখে কিনা, জানতে চাই।
অর্থাৎ কোন্ পার্টসগুলো কতটুকু শক্তিশালী থাকলে নেট ব্যবহারোপযোগী হবে?
আর গ্রাফিক্সের কাজ করতে হলে কোন্ পার্টসগুলোর দিকে ভালো নজর দিতে হবে?
এসব বিষয়ে এক্মপার্ট কেউ আমাকে জানালে কৃতজ্ঞ থাকবো।
আমি যন্ত্রাংশ কিনে কম খরচে একটি পিসি দাঁড় করাতে চাই। তাই তথ্যগুলো দিয়ে সহায়তা করুন।
কেউ যদি মনে করেন, আমার মনমতো এটা সম্ভব নয়, তবে পরামর্শ দেওয়ার অনুরোধ করছি। আমার ঠিকানাঃ- [email protected]
আমি মামুন আবদুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল... http://facebook.com/mmnbd
সুধু দামি ডিভাইস কিনে নেট এর speed বেশি পাবেন এই আশা রাইখেন না।যে ISP দের কাছ থেকে লাইন নিবেন তারা যদি speed না দেয়।graphics-এ কাজ যদি করতে চান তাহলে কম দামি ডিভাইস না কেনাটাই ভালো হবে।আপনাকে ভালো মানের প্রসেসর,গ্রাফিক্স card, লাগবে।আর চান যদি বড় একটা LED HD মনিটর কিনতে পারেন।