আমি জানি টেকটিউনসে অনেক অভিজ্ঞ এবং পারদর্শী টিউনার ও ভিজিটর আছে ।আমি অনেক দিন ধরে একটি কাজ সমাধান করার লক্ষ্যে অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি । আর কাজটি হলো `password দিয়ে সিডি রাইট করা ।` আমি password দিয়ে সিডি রাইট করতে চাই। কিভাবে সিডি password দিয়ে রাইট করা যায়??
বিষয়টি কারো জানা থাকলে, দয়া করে অবহিত করবেন. আমি চাই cd /dvd write করার পর ওপেন করতে চাইলেই password চাইবে. আমার খুব দরকার. দয়া করে help করুন.
Techtunes এর সব co -operative ভাইদের উত্তরের অপেক্ষায় রইলাম. আমি এর আগে Techtunes এ যতবার সাহায্য চেয়েছি তত বারি পেয়েছি.
আসা করি এবারও নিরাশ হব না.
আমার mail id
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
Sorry vaiaa-ra. Ami vule comment option ti disable rekhechilam. Tai amio khub obak hocchilam. Karon saradine ami aktio jobab paini. Abar asa kori ami ottor pabo..