প্রিয় এডমিন ভাই ্ ও টিউনার ভাইয়েরা আমি ফরেস্ক নিয়া একটি সাইট বানাতে চাই ।কারন বাংলাদেশে অনলাইন আর্নিং অনেকের ইচ্চা আছে ।কিন্তু আলতু ফালতু স্ক্যাম সাইট গুলোতে কাজ করে মানুষ যেমন নষ্ট করছে টাকা তেমনি সময় ও ।তাই বাংলাদেশের মানুষ যাতে রিয়েল মানে ফরেস্ক ট্রেডিং থেকে আয় করতে পারে সেজন্য ফরেস্ক নিয়া সাইট বানাতে চাই ।তাই আমি আমার সাইটের ব্যাকগ্রাউন্ড টা টিটির ব্যাকগ্রা্উন্ড টা র মত বানাতে চাই ।আর টিটির ব্যাকগ্রাউন্ড টা ব্যবহার করলে কি আমার সাইট কপি পেষ্টের আওতায় পড়বে ?
আর না পড়লে কমেন্ট করুন ।প্লিজ ,.....কারন আমি অনুমতিক্রমে এই কাজটি করতে চাই ।
আমি Forexmaster। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো।
ভাই ফরেক্স মোটামুটি আমার অনলাইন এর লাস্ট ডেস্টিনেশন। আমি অনেক জাগায় অনেক ধরা খাইসি আর তাই এখন ফরেক্স এর উপর উঠে পরে লাগছি।
আমি টেকনিকাল এ্যানালাইসিস এর উপর একটা কোর্স ও করছি। ফরেক্স এ যে ধরা খাই নাই তা না, খাইসি। বাট এখন মোটামুটি ভুল গুলো বুঝতে পারছি।
যাই হোক আমার আরো অনেক কিছু শিখার বাকি আছে। আপনি দয়া করে ফরেক্স নিয়া কিছু করলে আমাকে জানাবেন প্লিস।
আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে ???
ধন্যবাদ।