“”গিগাবাইট ৯৫০০ জিটি ১জিবি নাকি গিগাবাইট এইচডি ৪৬৭০ ১জিবি”” কোনটি কিনবো?

সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে একটা ব্যাপারে আলাপ করতে চাই। আমি আগে আমার পিসিতে geforce 8400 gs 512 mb গ্রাফিক্স কার্ড ব্যাবহার করেছি। কিছুদিন আগে এটা নষ্ট হয়ে যায়। এখন আমি নতুন একটা কিনতে চাচ্ছি। বাজেট ৫,০০০ টাকার মধ্যে। geforce 9500 gt 1gb বা raedon hd 4670 1gb দুটির মধ্যে একটা কিনতে চাচ্ছি। কিন্তু বুঝতে পারছি না কোনটির পারফরম্যান্স ভাল। আমি ভিডিও এডিটিং ও গেম খেলি। এক্ষেত্রে কোনটি ভাল হবে? প্লিজ রিপ্লাই করুন...ধন্যবাদ।

Level 0

আমি ওয়াহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

অবশ্যই ৪৬৭০। কেননা এর বেঞ্চমার্ক স্কোর ৭৬৪ আর ৯৫০০জিটির ৩৫৩। সুতরাং যদি গ্রাফিক্স কার্ডের অন্যান্য সব ফিচার( র‍্যাম, ডাইরেক্ট এক্স, শেডার মডেল, ক্লক) একই থাকে তাহলে চোখ বন্ধ ৪৬৭০ কিনুন।

অবশ্যই ৪৬৭০। এখানে দেখুন

http://www.hwcompare.com/3135/geforce-9500-gt-1gb-gddr3-vs-radeon-hd-4670-1gb/

এই ক্ষেত্রে আপনার HD4670 কেনাটাই ভাল হবে।কিনা ফালান।পারলে XFX boardএর card কিনেন।

অবশ্যই Ati raedon HD 4670। আমি এটা ব্যবহার করেছি । অনেক ভাল এটা । তবে কেনার সময় খেয়াল করবেন যেন Mod version না হয় ।

ধন্যবাদ সবাইকে…আজই কিনতে আছি!!! ***কবে যে আমরা সব টিউনাররা একসাথে অনলাইনে গেম খেলতে পারব…*** ঃ-(