Make sure the identification you provide meets all of the following requirements:
- Must be government-issued (e.g. passport, driver's license)
- Must be in color
- Must clearly show your full name, date of birth, and photo
If possible, please save this file in JPEG image format.
আমি নাজমুল হাসান। Country Head, Harpstring Investment, Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি হয়ত নিয়মিত অনেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যাচ্ছেন বা প্রায়ই এখানে সেখানে লিঙ্ক পোস্ট করছেন, কিংবা আপনি বারবার বিভিন্ন ডিভাইস থেকে লগিন করছেন, এটাও হতে পারে যে অননুমোদিত কোনো উপায়ে লগিন করেছেন। এগুলো থেকে বিরত থাকুন। ৪৮ ঘন্টার মাঝে ওরা আপনাকে অবশ্যই জানাবে। যদি এটা প্রথমবার হয় তাহলে মাফ চেয়ে নিস্তার পেতে পারেন। আপনার অ্যাকাউন্ট এর মালিকানা যে সত্যিই আপনার তার প্রমান দেওয়া লাগতে পারে। আমার একবার এরকম হয়েছিল। আইডি কার্ডের স্ক্যান করা ছবি পাঠানোর পর ঠিক হয়েছে। চিন্তা করবেন না। ওরা কোনো রেপ্লাই দিলে নম্র হয়ে যোগাযোগ করেন। আর ফেসবুক নিয়ে সাবধান হোন। পারলে শুধু একটি ডিভাইস থেকে লগিন করুন, https কানেকশান ব্যাবহার করুন আর দ্রুত পোস্ট করা থেকে বিরত থাকুন।