ফেসবুক একাউন্ট বাতিল (আপডেট)

আজ সকালে হঠাৎ করেই ফেসবুকে লগিন করতে গিয়ে দেখি আমার একাউন্ট ডিজেবলড করে দিছে। এখন কি করা যায়। আমি অবশ্য এর মধ্যে [email protected] এই ঠিকানায় আমার সমস্যা জানিয়ে E-mail করে দিয়েছি। তারা প্রতিউত্তর এ ৪৮ ঘন্টার মধ্যে ঠিক যোগাযোগ করবে বলে জানিয়েছে। এখন কি করা যায়? আমি কি আমার একাউন্ট ফেরত পাব? অভিজ্ঞজনরা মন্তব্য করে জানান। সকাল বেলাই মন মেজাজ চরম খারাপ হয়ে গেল।

-----------------------------------------------------------------------------

অবশেষে ফেসবুক থেকে আমার মেইলের জবাব পেলাম আজ সকালে। তারা আমার ছবি সম্মিলিত সরকারি পরিচয় পত্র চেয়েছে।

Make sure the identification you provide meets all of the following requirements:

- Must be government-issued (e.g. passport, driver's license)
- Must be in color
- Must clearly show your full name, date of birth, and photo

If possible, please save this file in JPEG image format.

এখন কি আমি আমার ভোটার পরিচয় পত্র প্রদান করে দেব স্কেন করে। অনুগ্রহ করে জানাবেন কেউ।

Level 2

আমি নাজমুল হাসান। Country Head, Harpstring Investment, Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি হয়ত নিয়মিত অনেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যাচ্ছেন বা প্রায়ই এখানে সেখানে লিঙ্ক পোস্ট করছেন, কিংবা আপনি বারবার বিভিন্ন ডিভাইস থেকে লগিন করছেন, এটাও হতে পারে যে অননুমোদিত কোনো উপায়ে লগিন করেছেন। এগুলো থেকে বিরত থাকুন। ৪৮ ঘন্টার মাঝে ওরা আপনাকে অবশ্যই জানাবে। যদি এটা প্রথমবার হয় তাহলে মাফ চেয়ে নিস্তার পেতে পারেন। আপনার অ্যাকাউন্ট এর মালিকানা যে সত্যিই আপনার তার প্রমান দেওয়া লাগতে পারে। আমার একবার এরকম হয়েছিল। আইডি কার্ডের স্ক্যান করা ছবি পাঠানোর পর ঠিক হয়েছে। চিন্তা করবেন না। ওরা কোনো রেপ্লাই দিলে নম্র হয়ে যোগাযোগ করেন। আর ফেসবুক নিয়ে সাবধান হোন। পারলে শুধু একটি ডিভাইস থেকে লগিন করুন, https কানেকশান ব্যাবহার করুন আর দ্রুত পোস্ট করা থেকে বিরত থাকুন।

Level 2

শাওন ভাই। কমান্টের জন্য অনেক ধন্যবাদ। আমি পারতপক্ষে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না। এখনো ৪০+ ফ্রেন্ড হবার জন্য পেনন্ডিং অবস্থায় আছে। অপরিচিত কাওকে এড ও করিনা, আর প্রায় সময়ই আমি আমার পিসি থেকেই লগিন করি। আর লিংক শেয়ার খুব একটা করি না বললেই হয়। বুঝতে পারলাম না কেন এরকম হল। তারপরও দেখি কি হয়। আপনার উপদেশের জন্য অনেক ধন্যবাদ। এখন অপেক্ষা করা ছাড়া কোন উপায় নাই। আপনাকে আবারো ধন্যবাদ।

আমার একবার এরকম হয়েছিল।আমার friendlist-এ সুধুমাত্র আমার বন্ধুরাই ছিল।আর আমার account থেকে সেরকম request যেত ও না।যার কারনে কাওকে দিতাম ও না।একদিন আমার এক বন্ধুর status-এ রেগে একি comment ৫০ বার এর উপর post করেছিলাম।মানে same comment ৫০ বার এর উপর এক status -এ পোস্ট করেছিলাম।তারপরদিন সকালবেলা আপনার মত অবস্থা আমার।আমার বহু সাধের account disable হয়ে গেল।এক বছর প্রায় হয়ে এলো।আমার মনে হই same comment একাধিক বার পোস্ট হবার ফলে অদের spamming filter ধরা খাইসে। এইটা আমার মনে হয়। এর মাঝে অনেক ভদ্র ভাসায় তাদের নিকট ৩ বার এর মত মেইল করেছি।আরো করতাম কিন্তু সবসমায় করা যেত না। কিন্তু সেরকম রিপ্লাই পাই নাই।এখন আমি নতুন account use করি।সবাইকে মোটামুটি request দিতে পারি।তবে আমার অই account টা খুব পুরান ছিল।অনেক status,,photo,,comment গুলার কথা মনে করলে মনটা খারাপ হয়ে যায়।আপনি দেখেন যদি কিছু করতে পারেন নাকি।আমি আমার কথা বললাম আপনাকে। আপনি আমার মত কোন কাজ করেছেন কিনা দেখেন।

Level 2

না। সেরকম কিছুই করি নি। কারো স্টাটাস এ এত কমেন্টও করি নি। আজাইরা মেসেজও পাঠাই নি। একাউন্ট ডিজেবলড করতে পারে এমন কিছুই করি নি। কিন্তু বুঝলাম না কেন এরকম করল। দেখা যাক কি হয়। অনেক ফটো ছিল ঐটাতে। এইটাই সমস্যা। এখন অপেক্ষা করি ৪৮ ঘন্টা। কিছু না হলে আর কি করা। নতুন একাউন্ট করে ব্যবহার শুরু করতে হবে। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।