Microworker Pin Mail বাংলাদেশে পিন আসে নাকি ?

Microworker আমাকে বলেছে আমার ঠিকানায় পিন পাঠিয়েছে।

কিন্তু আমি জানতে চাই যে বাংলাদেশে পিন আসে নাকি ???

কেউ পেয়েছেন কি? পেলে কই দিনে পেয়েছেন????

কত দিন লাগবে?

Site টি তে যেতে এখানে দেখুন। এখানে কাজ করা সহজ। কিন্তু  টাকা তুলতে পিন টা লাগবে। একবার পিন পেয়ে গেলে আর লাগবেনা।


Level 0

আমি Jahedul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশে পিন আসে। আমি নিজে পেয়েছি।
আমার বাসার ঠিকানায় আপ্লাই করার ২৩ দিনে পিন পাই। ঠিকানা ভেদে কম বেশি লাগতে পারে। তবে ওরা ২১ দিনের কথা বলে।
প্রথম বার টাকা তুলতে পিন লাগে, তারপর থেকে আর লাগবে না।
পিন দিয়ে এ্যাক্টিভেট করার ১-২ দিন এর মাথায় ডলার একাইন্ট এ এসে পড়ে তবে আমার ৩ দিন পড়ে এসেছে।

    Level 0

    ধন্যবাদ, শুনে খুশি হলাম।

আপনি কত ডলার পে আউট করেছেন? সেল করলে জানাবেন।

    Level 0

    আপনার ইমেইল দিবেন…।???

আমার প্রোফাইল দেয়া আছে।

Microworker a amio kaj korte chai. plz amake bistario ki janai jabe? kivabe kaj korte hobe?

[email protected]

Amar pin ashce 43 din por, so wait for pin………..:-)