আইফোন 3g 8gb বিক্রি করে micromax অথবা symphony কিনতে চাই

আমি একটা আইফোন 3g 8b বিক্রি করে ৫-৭ হাজার টাকার মধ্যে micromax আথবা symphony মোবাইল কিনতে চাই । ক্যামেরা , ইন্টারনেট স্পীড বেশি , বেটারির চার্জ বেশি থাকতে হবে, এমন কোন মডেল এর নাম এবং স্পেছিফিকেসন কি কেউ দিতে পারবেন প্লীজ । এবং আপনাদের কোন মতামত থাকলে জানাবেন।

(একজন টিউনার এই পোস্ট ডিলিট করতে বলেছেন, কিন্তু আমি আমার মোবাইল বিক্রি করার উদ্দেশে পোস্ট টি দেই নি, আমি দিয়েছিলাম যাতে আমি iphone বিক্রি করে সাধারন ব্যাবহার এর জন্য sympony / micromax  কিনলে বোকামি হবে কিনা ???

Level 0

আমি আমি কে ?। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 132 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বলার মত কেউ আমি না..............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://symphony-mobile.com

Symphony mobile gulo dekhte paren.

    Level 0

    ধন্নবাদ ভাই, sympony মোবাইল গুলো পছন্দ হল না । micromax গুলো দেখতে হবে।

ভাই এইটা তো সেল বাজার না। এই পোস্ট ডিণিট করেন।

    Level 0

    ভাই আমি মোবাইল বিক্রি করার জন্য না, আমি আপনাদের কাচে জানতে চেয়েছিলাম আমার iphone তা বিক্রি করে sympony / micromax মোবাইল কিনা ভাল হবে কিনা ?? তবে যদি মনে করেন আইরকম পোস্ট দেয়া ঠিক হয়নি তাহলে আমি পোস্ট টা ডিলিট করব। ( আইটা আমার জিবনের প্রথম পোস্ট )

আপনি sympony নিতে পারেন । আমি ব্যবহার করি খুবই ভালো করেছে কম দাম হিসাবে। তবে পোস্ট টা ডিলিট করেন ।

আচ্ছা আমি ১টা কথা বলি, “সহিদ’ ভাই উনি বল্ল এইটা উনার প্রথম পোষ্ট । so ভুল হতেই পারে।আর আমি তো দেখছি অনেকে অনেক রকম পোষ্ট করে ও থাকে!!! আর মিরাজ ভাই আপনি iphone কেন বিক্রি করবেন ?এটা তো খুব ভালো ১টা ফোন। অনেক মোজা ব্যবহার করতে,অনেক কিছু আছে এতে!!! রেখে দেন ভালো লাগবে।

agree with @mohim