আমি অনেক লোকের মোবাইলে একটা সার্ভিস দেখেছি। যখন ঐ লোকের মোবাইল বন্ধ থাকে, তখন যদি
কেউ উনাকে কল করে তখন যে কল করেছেন সে শুনতে পায় মোবাইল বন্ধ আছে। কিন্তু কল কাটার কিছুক্ষনের
মধ্যেই তার মোবাইলে(যে কল করেছিল) একটা মেসেজ আসে তার(যাকে কল করা হয়েছে) মোবাইল থেকে
মেসেজের মধ্যে লিখা থাকে সে এখন ব্যস্ত বা এই টাইপের কিছু কথা।
যত বার ই কল করা হয় এবং যত বার ই মোবাইল বন্ধ থাকে তত বার ই এই টাইপের মেসেজ আসে।
আমি এই সার্ভিসটি ব্যবহার করতে চাচ্ছি কিন্তু কিভাবে ব্যবহার করবো তা জানি না। আমি এই ব্যাপারটা
কাস্টমার সার্ভিসের অনেক লোক কেই বলেছি কিন্তু তাদের বুঝাতে পারি নাই।
আমি রেডিও বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nai
apni apnar mobile dia help line a call kore bolun….MISSED CALL ALERT chalu korte chai…okay