প্রিয় টিউনার ভাইদের কাছে সাহায্যের আবেদন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

টিউনার ভাইয়েরা আশা করি ভাল আছেন। আমি টেকটউনসে একজন নতুন ইউজার। আমি নতুন ইউজার হওয়ার পর টেকটউনসে কিছু সমস্যার সম্মুখীন হই। সমস্যাগুলো নিম্নরূপ :

1।         টেকটিউনসে প্রোফাইল পিকচার দিতে পারছি না।

2।         মিডিয়াফায়ারে কোন ফাইল আপলোড করতে পারছি না।

3।         Ziddu তে ছোট ফাইল আপলোড করতে পারছি, কিন্তু বড় কোন ফাইল আপলোড করতে গেলে তা  69% বা 79% হওয়ার পর আর হয় না।

উপরোক্ত সমস্যাগুলোর  যদি কেউ  সমাধান দিতে পারতেন তাহলে খুব উপকৃত হইতাম।

আপনাদের মন্ত্যবের অপেক্ষায় রইলাম

Level 2

আমি সুমন আহমেদ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ সুমন আহমেদ (Sumon Gang)। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আমার সবগুলি টিউন দেখতে এই লিংকে যান https://www.techtunes.io/tuner/sumon-gang। আমার সম্পর্কে জানতে চাইলে ফেসবুকে বন্ধু হতে পারেন https://www.facebook.com/BDG.MrShadow


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস এ প্রোফাইল পিকচার দেয়ার নিয়ম সম্পর্কে নিচের পোস্টে বিস্তারিত বলা আছে।

https://www.techtunes.io/webware/tune-id/36249/

মিডিয়াফায়ারের ক্ষেত্রে কেন সমস্যা হচ্ছে বুঝতে পারছি না তবে যিদ্দুতে অনেক সময় ফায়ারফক্স ব্যবহার করে আপ্লোড করলে ৬০-৭০ % পর্যন্ত দেখায়।এটি ক্রোম ব্যবহার করলে দেখায় না।তাই ব্রাউজার পরিবর্তন করে দেখতে পারেন।

Level 2

ভাই আপনাকে অনেক ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। ভাই আমি এই টিউনটি করে আর একটি সমস্যার সম্মুখীন হলাম তা হলো-
আমার এই টিউনটি টেকটউন্স এর প্রথম পাতায় আসেনা কেন? এইটা শুধুমাত্র বিভাগে ঢুকলে দেখা যায় এর কারণ কী?

    এ ব্যাপারে আমি কোন সাহায্য করতে পারছি না। এ ব্যাপারে টেকটিউনস ডেস্কঃ http://desk.techtunes.io/ এ যোগাযোগ করুন।

Level 0

আপনি কোন ব্রাউজার ব্যাবহার করেন ? mozilla firefox ব্যাবহার করলে ziddu তে ফাইল আপলোড করতে সমস্যা হয় । আপনি chrome ব্রাউজার ব্যাবহার করতে পারেন । আমি chrome ব্যাবহার করে এই সমস্যা দূর করেছিলাম । আপনিও চেষ্টা করে দেখতে পারেন ।