প্রথম পোস্ট ও একটি টেকি সাহায্যের আবেদন

একটা ঝামেলায় পড়ে গেছি. একটা ইংরেজি সিরিয়ালের ২ টা সিজন এক সাথে DVD তে  বার্ন করবো.

কিন্তু সমস্যা হলো দুইটা সিজনের সাইজ DVD এর ধারন ক্ষমতার চেয়ে সামান্য বেশি 0.05 Mb এর মত. এই এতটুকু সাইজের জন্য এক DVD তে আটাতে পারছি না. তাই ঠিক করলাম কয়েকটা পর্বের যদি শেষের দিকের নামের অংশটা কেটে দেই তাহলে সমস্যার সমাধান হতে পারে.

তাই করলাম Total Video Converter ও Format Factory দিয়ে. এখন সমস্যা হলো এগুলো করভার্ট করতে গেলে তারপর কিছু অংশ বাদ দিতে পারছে কিন্তু আমি ফাইল করভার্ট করতে চাচ্ছি না ( যদিও MKV থেকে MKV তে করভার্ট করছি ).

কারন ভাল কোয়ালিটিতে কনভার্ট করতে গেলে ফাইল সাইজ বেড়ে যাচ্ছে  আবার কোয়ালিটি কমিয়ে দিলে দেখে শান্তি পাওয়া যাচ্ছে না.

এমন কোনো সফটওয়ার কি আছে যা আমার ফাইলের ফরমেট ও কোয়ালিটি ঠিক রেখে, কনভার্ট না করে শুধু আমার নির্দেশিত অংশ রেখে বাকি অংশ ফেলে দিতে পারে.

কারো যদি জানা থেকে এমন কোন সফটওয়ারের নাম তাহলে নামটা বলেন. আর যদি ডাউনলোড লিংক দিতে পারেন তবে আরো বেশি ভালো হয়.

বি: দ্র: প্রথম পোস্ট তাই কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল.

Level 0

আমি মজার মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিক এই কাজটার জন্য আমি FFmpeg ব্যবহার করি। আমি মূলত হিন্দি মুভির গানগুলো কেটে নেই, তারপর দরকার মত ফরম্যাটে কনভার্ট করি।
লিংকঃ http://www.ffmpeg.org/

    সাহায্যের জন্য ধন্যবাদ.

    আপনার দেয়া লিংক থেকে কিভাবে ডাউনলোড করবো ঠিক বুঝতে পারছি না. একটু যদি বিস্তারিত বলতেন তাহলে উপকার হত.

    আপনি যদি লিনাক্স ইউজর হন তবে রিপো থেকে ইন্সটল করে ফেলুন। আর যদি উইন্ডোজ ইউজার হন তবে এই লিংকটা দেখুন। উইন্ডোজ ইউজারদের আগের লিংকের চেয়ে এটা বেশি কাজে লাগবে। লিংকঃ http://www.videohelp.com/tools/ffmpeg