ব্ল্যাক ম্যাজিক – কালো যাদু

অনেকদিন আগে থেকেই ব্ল্যাক ম্যাজিক এর কথা সুনে আসছি। প্রথম প্রথম সব ফালতু মনে করে সিলাম পরে জানতে পারলাম আমাদের ইসলাম ধর্মে এই বেপারে অনেক সাবধানতা আছে, মানে সম্পুরন ভাবে না করা হয়েছে   এবং ব্ল্যাক ম্যাজিক থেকে দুরে থাকতে বলা হয়েছে 🙁 তাহলে বুজতে পারলাম আসলেই কালো যাদু এরকম কিছু একটা আছে। জাই হক আমি কাউকে ব্ল্যাক ম্যাজিক করব না কিন্তু এর সম্পর্কে জানলে মনে হয় না কন দোষের কাজ, আর তাই যে জানেন আমাকে জানাবেন আর কার কাছে কন বইpdf আকারে থাকলে লিংক দিবেন র কার লিংক সরাসরি দিতে সমস্যা হলে আমাকে মেইল করেবন আমার মেইল id হোল : [email protected]

আসা করি আপনাদের কাস থেক সারা পাব

ভাল থাকবেন

Level 0

আমি Samrat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ছু মন্তর ছু …. কাইল্ল্যা কুত্তার গু …….. বাকিটা পরে শিখামু ……. :mrgreen: :mrgreen: :mrgreen:

    Level 0

    @তরঙ্গ: ঠা ঠা ঠা ভাল বলেছেন।
    আমি একটা মন্ত্র পড়েছি বিলাসীতেঃ আমার বিষ তুই নে, তর বিষ আমারে দে……এরপর অকথ্য গালাগাল।

@Samrat, আপনার টিউনটির কোন উদ্দেশ্য বুঝলাম না। অযাথা টিউনার বোর্ড এ আসেন কেন? 🙁

Samrat Ke Bolchi "Chu Montor Chu- Nara Kuttar Gu."

আপনি এগুলো শিখতে চান? তাহলে আপনাকে আগে কাফির হতে হবে। রাজি থাকলে 1 Press করুন।

Level 0

আসসালামুয়ালাইকুম! সম্রাট ভাই এগুলা না জানা ই ভাল, বেশি ডীপ এ গেলে কখন যে খারাপ হয়ে যাবেজা নিজেও বুঝবেন না তাই এগুলা মাথা থেকে ঝেরে ফেলেন ভাল হবে।

না শেখাই ভাল।

Level 0

এই যে ভাইয়া
আপনি কি পাগল?
ব্লাক ম্যাজিক ফ্যাজিক বাদ দিয়া নামাজ কালাম পড়েন।

Level 2

Apnar koutohol metanor jonno kisu comment korte issa korlo. half an hour dore likhlam kintu post korte parlam na. sudu etuku boli Black Magic valo na. Apni positive energy collect koren. It’s more powerfull than Black Magic.

robin07, দুঃখিত, আমি আপনার কথা মানতে পারলাম না। সত্যি যেমনই হোক, সেটা সবার ই জানা উচিত। না হলে বুঝবেন কিভাবে, কোনটা ঠিক, আর কোনটা ঠিক না। তাই বিস্তারিত বলছি।
আমরা যাকে Magic বলে জানি, সেটা আসলে Magic না। শুধু হাতের কৌশল আর চোখের ভুল।
কিন্তু True Magic গভীর একটা ব্যাপার যা দুই প্রকার। ১. White Magic, আল্লাহর কালাম ব্যাবহার করে যে ধরনের Magic করা হয়। যেমন, যেমন জীন তাড়ানো, দোয়া করা, কাউকে সুস্থ কয়ার জন্য দোয়া করা, সুরা পাঠ করা, খারাপ কোন শক্তি কে দমন করার জন্য আল্লাহর কালাম ব্যাবহার করা, দারিদ্র্য দূর করা, সমস্যা কাটিয়ে উঠার জন্য দোয়া করা ইত্যাদি।(বলে শেষ করা যাবে না)। ২. Black Magic. এক ধরনের মন্ত্র, যা শয়তানের দেয়া। বলা হয়ে থাকে আল্লাহর কালাম উল্টো করে পরাটাই এক ধরনের Black Magic।
এবার Black Magic এর আবির্ভাব নিয়ে বলি। জীন হওয়ার পরও একটা সময় ইবলিস ফেরেস্তাগনের নেতা ছিল। কারন আল্লাহ-তা-আলা তার প্রারথনায় খুশি হয়ে তাকে তাকে পুরষ্কার হিসেবে তাকে তা দেয়া হয়। কিন্তু হজরত আদম (আঃ) এর সামনে মাথা নত না করার শাস্তি স্বরূপ তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ইবলিশ আল্লাহকে এতদিনের প্রার্থনা করার প্রতিদানে ২ তা জিনিস দাবি করে। ১. সে কেয়ামত পর্যন্ত বেচে থাকবে ২. মানুষ কে আল্লাহর রাস্তা থেকে সরানোর জন্য যা যা করা প্রয়জন, তা করার ধরনের ক্ষমতা তাকে দেয়া হবে। আল্লাহ রাজি হয়। কারন এই পরিক্ষায় যে সকল মানুষ উত্তীর্ণ হবে তাদের জন্যই জান্নাত। তো, Black Magic ইবলিশের দেয়া এক ধরনের ক্ষমতা যা আল্লাহ-তা-আলার আইনের বহির্ভূত। আর ক্ষমতা কে না চায় বলেন। যার লোভে অনেকেই Black Magic এর দিকে পা বাঁড়ায়, যার ফলাফল জাহান্নামের অশেষ যন্ত্রণা।
আমি যতটা জানি শেয়ার করলাম। বিশ্বাস বা অবিশ্বাস, আপনাদের ব্যাপার।