আমার পাশের ফ্লাটের একটি ছেলে রাতে ঘরে অনলাইন আউটসোসিং এর কাজ করে থাকে, তাদের ফ্যমেলির সঙ্গে আমাদের একটি সোহর্াদ্য মুলক সম্পর্ক হয়ে গেছে বিধায় তাদের ঘরে আমি যাই তারাও আমার ঘরে আসে৷ কিন্তু তার একটি খারাপ অভ্যাস হল সে কাজের পাশাপাশি পর্নগ্রাফি সাইটগুলো প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্রাউজ করে করে দেখে, সারারাত এগুলো করে সকালে সে ঘুমায়, যদিও সে তার রুম বন্ধ করেই দেখে, ছেলেটির বাবা বিষয়টি বুঝতে পেরে ছেলেটিকে তার পিতা পরোক্ষভাবে কিছু উপদেশ দেওয়ার পরও সে উপদেশের প্রতি কর্নপাত করছে না, ছেলেটিকে নিয়ে তার পিতার অনেক স্বপ্ন এবং একটি মাত্র ছেলে৷ ছেলেটির সঙ্গে আমিও একদিন এগুলোর নৈতিবাচক দিক নিয়ে আলোচনা করেছিলাম, এর প্রতি উত্তরে সে বলল এগুলো দেখলে এমন কি সমস্য যুক্তি দিয়ে বুঝিয়ে বলেন তাহলে আমি মেনে নিব৷ সে আরও বলল আমিত জানি এগুলো ইউরোপ ্আমেরিকায় শিল্প৷ এবং সংস্কৃতির একটি অংশ৷এখন আমার কথা হল সে যে বলছে এগুলো দেখলে কিছুই হয় না তার এই দৃষ্টিভঙ্গি কতটুকো সঠিক, যদি আপনাদের মতে তার কথা সঠিক হয়ে থাকে তাহলে তার সঙ্গে এই বিষয়টি নিয়ে আমি কোনদিন কথা বলব না, আর যদি তার কথা সঠিক না হয়ে থাকে তাহলে প্রয়োজন আপনাদের নৈতিক উপদেশ৷ কার কথায় একটি লোকের পরিবর্তন এসে পরে এটা বলা যায় না৷ তাই আপনাদের নিকট আমি পরামর্শ চাই, তাকে কি বললে সে এটা থেকে বিরত হবে, অথবা এর কি কি ক্ষতিকর দিক রয়েছে তার জীবনের জন্য এবং সেগুলোর কি নৈতিবাচক প্রভাব তার জীবনে আসতে পারে যদি হৃদয়গ্রাহী চিন্তামুলক নৈতিক উপদেশ তাকে দেওয়া যায় তাহলে হয়ত তার পরিবর্তন আসবে৷ আপনার উপদেশ হোক আজ সবার জন্য আলোকিত পথের দিশা৷ |
আমি smmahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যে না বুঝে মনে মনে,
তাকে বুঝায় পারে কনে ।