একটি নৈতিক উপদেশ প্রয়োজন, উপদেশ দেওয়ার মত কেহ আছেন কি ?

আমার পাশের ফ্লাটের একটি ছেলে রাতে ঘরে অনলাইন আউটসোসিং এর কাজ করে থাকে, তাদের ফ্যমেলির সঙ্গে আমাদের একটি সোহর্াদ্য মুলক সম্পর্ক হয়ে গেছে বিধায় তাদের ঘরে আমি যাই তারাও আমার ঘরে আসে৷ কিন্তু তার একটি খারাপ অভ্যাস হল সে কাজের পাশাপাশি পর্নগ্রাফি সাইটগুলো প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্রাউজ করে করে দেখে, সারারাত এগুলো করে সকালে সে ঘুমায়, যদিও সে তার রুম বন্ধ করেই দেখে, ছেলেটির বাবা বিষয়টি বুঝতে পেরে ছেলেটিকে তার পিতা পরোক্ষভাবে কিছু উপদেশ দেওয়ার পরও সে উপদেশের প্রতি কর্নপাত করছে না, ছেলেটিকে নিয়ে তার পিতার অনেক স্বপ্ন এবং একটি মাত্র ছেলে৷ ছেলেটির সঙ্গে আমিও একদিন এগুলোর নৈতিবাচক দিক নিয়ে আলোচনা করেছিলাম, এর প্রতি উত্তরে সে বলল এগুলো দেখলে এমন কি সমস্য যুক্তি দিয়ে বুঝিয়ে বলেন তাহলে আমি মেনে নিব৷ সে আরও বলল আমিত জানি এগুলো ইউরোপ ্আমেরিকায় শিল্প৷ এবং সংস্কৃতির একটি অংশ৷

এখন আমার কথা হল সে যে বলছে এগুলো দেখলে কিছুই হয় না তার এই দৃষ্টিভঙ্গি কতটুকো সঠিক, যদি আপনাদের মতে তার কথা সঠিক হয়ে থাকে তাহলে তার সঙ্গে এই বিষয়টি নিয়ে আমি কোনদিন কথা বলব না, আর যদি তার কথা সঠিক না হয়ে থাকে তাহলে প্রয়োজন আপনাদের নৈতিক উপদেশ৷ কার কথায় একটি লোকের পরিবর্তন এসে পরে এটা বলা যায় না৷ তাই আপনাদের নিকট আমি পরামর্শ চাই, তাকে কি বললে সে এটা থেকে বিরত হবে, অথবা এর কি কি ক্ষতিকর দিক রয়েছে তার জীবনের জন্য এবং সেগুলোর কি নৈতিবাচক প্রভাব তার জীবনে আসতে পারে যদি হৃদয়গ্রাহী চিন্তামুলক নৈতিক উপদেশ তাকে দেওয়া যায় তাহলে হয়ত তার পরিবর্তন আসবে৷ আপনার উপদেশ হোক আজ সবার জন্য আলোকিত পথের দিশা৷


Level 2

আমি smmahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যে না বুঝে মনে মনে,
তাকে বুঝায় পারে কনে ।

Level New

Actually he has a long distance with the Islam. Pls gift him some islamic books like the writer of

01) Imam Gazzali (rh.)
03) Hz. Ashraf Ali Thanvi(rh.)
03) Dr. Zakir Nayek &

others books "Tajkeratul ambia", 'Tajkeratul awlia"

Thanks……..

প্রথমে আপনি টিউনটি সাহায্য/জিজ্ঞাসা বিভাগে পরিবর্তন করে নিন।
তারপর ….
আপনি তাকে বুঝাচ্ছেন খুব ভাল কথা।
আপনি তাকে বলতে পারেন- মানুষ খারাপ হয় কিভাবে ? একদিনেতো আর ভাল মানুষ খারাপ হয়ে যায় না।
একজন মানুষ প্রথমে ধুমপানে অভ্যস্ত হয়, তারপর মদ, গাজা, হিরোইন, পাশাপাশি আচার আচারণের পরিবর্তন ইত্যাদি। তারপর শরীরের অঙ্গহানি, জটিল রোগ ইত্যাদি। তারপর শেষ……মৃত্যু।
এভাবে একজন মানুষ প্রথমে পর্নো সম্পর্কে আলোচনা করবে, তারপর দেখতে চাইবে, তারপর করতে মন চাইবে, যাবে ক্লাবে, তারপর নিয়মিত হয়ে যাবে। তারপর হবে জটিল রোগে আক্রান্ত। তারপর মৃত্যু। (তবে বেশীক্ষণ সৎসঙ্গ পেলে ভিন্ন কথা)
ভাল থাকুন।

Level 0

সে তাহলে আউটসোর্সিং করে না। সারারাত এগুলো নিয়েই পড়ে থাকে। যারা আউটসোর্সিং করে তাদের এসব সাইটে ঠুকার মত সময় এবং মনসিকতা থাকে না। তবে যদি তার কাজের বিষয় পর্নগ্রাফির কিছু হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন কথা।

আপনি তাকে বলুন অযাচিত যৌনাচরনের কুফলের কথা। যে ব্যাক্তি জিনা (বিয়ের আগে যেকোন নারী এমনকি প্রেমিকা এবং বিয়ের পর স্ত্রী ব্যাতীত অন্য কোন নারীর সাথে যৌনতা) করবে সে কখনো জান্নাতে যাবেনা, যেখানে সকল মুসলিমই একদিন না একদিন জান্নাতে যাবে। আল্লাহ বলেছেন মানুষের নিজেদের যৌনাঙ্গের হেফাজত করতে। যদিও সকল ওয়েবসাইটে পাওয়া যাবে যে স্বমেহনের উপকারীতা রয়েছে, কিন্তু আসলে সেটা সত্যি নয়; এর মানসিক প্রতিক্রিয়া (নেতিবাচক) বেশী। আর মন খারাপ থাকলেই সব খারাপ। আপনি তাকে বরং উইকিপিডিয়ায় Islamic view of masturbation/sexuality এবং সে থেকে বিভিন্ন External links গুলোতে গিয়ে পড়তে বলেন। কিছুটা আশাব্যাঞ্জক ফলাফল হতে পারে।

Level 0

উপরে কতগুলো মন্তব্য দেখলাম খুব ভালো লাগলো। খুব ভালো পরামর্শ। এইগুলোর পাশাপাশি আমি বলতে চাই- ছেলেটির জন্য প্রাথমিক পর্যায়ে, একটা রুমমেট জোগাড় করুন তা সম্ভব না হলে ঘরের কাউকে তার রুম শেয়ার করতে বলুন। এইটাই এই রোগের প্রধান ঔষধ কারন একা থাকলেই মাথায় ভুত চাপে।

বাংলাদেশে বাশের অভাব হইছে? Parred লাগান, সিদা অইয়া যাইবো…

Level 0

দোষটা আসলে আমাদের সিস্টমের। আমরা সবাই ইসলাম ইসলাম করি। কিন্তু আল্লাহর কি হুকুম তা দেখিনা। আল্লাহর হুকুম হচ্ছে " বালেগ হওয়ার সাথে সাথে ছেলে ও মেয়ে কে বিয়ে দাও"। আমরা তার কতটুকু পালন করি! আমরা বলি ছেলে যখন আয় করবে তখন বিয়ে দাও, আর নয়তো বউকে খাওয়াবে কি? আর এটা হচ্ছে শিরীক! শুধু নামাজ পড়া ই আল্লাহর হুকুম নয় এটা ও আল্লাহর হুকুম এবং নামাজ পড়ার সমান বা কোন কোন ক্ষেত্রে বেশি গুরুত্তপূর্ন। যেটা সহজ আজকে সেটার নাম ই "ইসলাম" আর কঠিনের কথা বললে সেটা হচ্ছে "জঙ্গিবাদ ও মৌলবাদ"।