ব্লগের বিভাগ সর্ম্পকে জানতে চাই

আমার ব্লগ সম্পর্কে খুব একটা ধারনা নেই
আমি একটা নতুন ব্লগ এড্রেস করেছি এখন কিছু পোষ্ট করলে সম্পুর্ণ পোষ্ট চলে আসে
কি করলে (বিস্তারিত পড়ুন) এই ভাবে পোষ্ট আসবে
আর কি ভাবে টেকটিউনস এর মত বিভাগ করা যায়
যদি কেউ জানেন এবং তা জানালে খুব উপকার হবে

Level 0

আমি সাহিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিসের উপর ব্লগ বানিয়েছেন? ব্লগারে না ওয়ার্ডপ্রেসে?

ব্লগারে হলে নিচের বিস্তারিত পড়ুন বা Read More যুক্ত করতে চাইলে এই টিউনটি (https://www.techtunes.io/web-development/tune-id/29040/) দেখতে পারেন। বিভাগ বা Category ব্যাপারে না বুঝলে আমার করা সিরিজ টিউনের দ্বিতীয় পর্ব পোস্টিং এডিটর পরিচিতি ( https://www.techtunes.io/tutorial/tune-id/46378/ ) ভাল করে পড়ুন।বুঝতে পারবেন।