ব্লগস্পট লগ অন সমস্যা

আজ দুই দিন ধরে ব্লগস্পট লগ অন সমস্যা করছে এই রকম ব্লান্ক পেইজ আসে
রিলোড করলে ও কাজ হয় না ব্রাউজার রি ইনস্টল করেছি
উইন্ডোজ করে ও ব্রাউজার রি ইনস্টল করেছি একই রুপ কোন কাজই হয়না
অন্য কম্পিউটার ও মোডম দিয়েও ট্রাই করেছি কোন কাজ হয় না
এই অবস্থায় আমাকে কি কোন সাহায্য করতে পারেন

Level 0

আমি সাহিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

proxy site ব্যবহার করতে পারেন,আমি করেছি,কাজ হয়েছে।

Level 0

proxy site mane ta thik bujhlaam na vai

    সাধারনত জিপি গ্রাহকরা এই সমস্যায় পড়েন। প্রক্সি সার্ভার ব্যবহার করে ব্লগস্পট এর সাইটগুলো দেখা যায়।প্রক্সি সার্ভার আপনার ব্রাউজার থেকে সেট করতে পারেন।নিচের লিঙ্কগুলোতে প্রক্সি সার্ভার কিভাবে ব্যবহার করবেন তা চিত্র সহ দেয়া আছে।

    http://whatismyipaddress.com/using-proxies

    http://www.freeproxy.ru/en/free_proxy/howuse.htm

প্রক্সি ব্যাবহার করলে সমাধান পাবেন। তবে সমস্যা টা আপনার নয়। আমি যতদুর আমার ব্লগ ট্র্যাক করে জানতে পারলাম এটা তে গ্রামীনফোন, ওয়াইম্যাক্স, এবং কিউবি যারা ব্যাবহার করছে তারা কেউই ব্লগস্পট এর কোন সাইট এ ঢুকতে পারছে না। তবে এটা কিছু দিন আগে গ্রামীণফোন এর সমস্যা ছিল কিন্তু মাঝে নাকি ঠিক হয়ে গিয়েছিল। তবে গতকাল অর্থাৎ যে দিন পহেলা বৈশাখ ছিল ঐ দিন রাত থেকে দেখলাম আমার ব্লগে গ্রামীনফোন ব্যাবহার করে কেউ ঢুকতে পারছে না।

http://www.netskiff.blogspot.com এটা আমার ব্লগ এই সমস্যার আগে এটা তে ডেইলি ৩০০০+ ইউনিক ভিজিটর হয়েছিল(যদিও এটার বয়স মাত্র ১৫ দিন) যাই হোক এই সমস্যার পর থেকে ভিজিটর একদম কমে গেছে 🙁 আমার SEO করার এক্সপেরিমেন্ট এর বারোটা বাজলো। 🙁

Level 0

Thanks a LOT