আমার SanDisk S3 মডেলের ৪ গিগাবাইট পেন ড্রাইভ। বয়স প্রায় ২ বছর। কম্পিউটারে কানেক্ট করে ওপেন করতে চাইলে ফরম্যাট করতে বলে।
ফরম্যাট ডিস্ক ক্লিক করলে ক্যাপাসিটি ১৬ মেগাবাইট দেখায়।তারপর স্টার্ট ক্লিক করলে দীর্ঘ সময় পরে নিচের লেখাটি আসে।
আগে পেন ড্রাইভটি কানেক্ট করলে লাইট জ্বলত কিন্তু এখন কোন লাইটও জ্বলে না। আমি ১৬ মেগাবাইট থেকে আবার কিভাবে ৪ গিগাবাইটে ফেরত যেতে পারি এর কোন উপায় কারো জানা থাকলে জানাবেন প্লিজ।
আমি moonnir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
so simple...
অ্যালোকেশান টেবিল নষ্ট হয়ে গেছে মনে হয়। অন্য টুল উসে করে দেখতে পারেন। যেমন usb disk format tool. আচ্ছা আপনি কী এটা লক করেছিলেন? করলে লকড পার্টিশন দেখাবেনা।