আমি একটা স্মার্ট ফোন কিনতে চাই। বাজেট ২০০০০ টাকা। কোনো android ফোন কী পাবো? প্লিজ মডেল বলুন। আর নোকিয়া সিম্বিয়ান সাজেষ্ট করতে পারেন। তবে ডিসপ্লে আর পরফমেন্স-এ ভাল অ্যাডজাস্ট যেন হয় এমন। কোনো একটি বিষয়ে যদি ছাড় যদি দিতে হয় অন্য কোনো দিক দিয়ে যেন টা পুসিয়ে যায় এমন। প্লিজ সাহায্য করুন। যদি ঐ বাজেট এ না হয় তো কত বাড়ানো উচিত জানতে চাই। সেক্ষেত্রে হার্ডওয়ের যেন ভাল হয় আর সেটাও বিবেচনায় আনতে চাই। আমি নোকিয়া e63 আর 5233 ব্যবহার করেছি। এই অপারেটিং সিস্টেম এখন বোরিং লগে। যদিও নোকিয়ার নতুন টাচ গুলোতে আর ভাল সিম্বিয়ান সিস্টেম দিচ্ছে। যাই হক, আপনার আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করুন। আর lg optimus one কেমন হবে? বাংলাদেশে এটার দাম কত কেউ কী বলতে পারবেন অথবা আমি কোথা থেকে জানতে পারব?
আমি সামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাজেট আর একটু হলে ভাল হয় এতে android সেট ব্যাবহার করে মজা পাবেন। android ভাশর্ন ২.২ হলে জটিল 😉
তবে HTC Wildfire কিনতে পারেন এটা android এর ২.১ ভাশর্ন খারাপ না। আমার এখানে এটি বাংলাদেশী টাকায় ২০,০০০ হাজারের মত।
আমি HTC Aria ব্যাবহার করছি এক কথায় জটিল 😛 তবে বাজেট একটু বেশী… Sony Ericsson দেখতে পারেন তবে ২.১ এর আগের ভাশর্ন কিনতে যাবেন না, পুরোন ভাশর্নে অনেক কিছুই সাপোট করে না।
Sony Ericsson XPERIA X10 কিনতে পারেন অরজিনাল হলে আপডেট করা যাবে লেটেষ্ট ভাশর্নে।