সাহায্য চাই! কিভাবে আমি আমার সাইটে টেকটিউনসের মত একটি ব্লগ পোস্ট ফরম যুক্ত করবো? অর্থাত সকলে যাতে আমার সাইটে পোষ্ট লিখতে পারে তার জন্য। ভাল উত্তর আশা করছি।যদি কেউ জানেন তাহলে প্লিজ জানান।

আসসালাম আলাইকুম। টেকটিউনসের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।

আমি একটি বিষয়ে সাহায্য চাচ্ছি। আমি জনগনের উপকারের জন্য আমার ব্লগ সাইটে একটি অপশন যুক্ত করতে চাই। সেটি হচ্ছে সবাই যাতে আমার সাইটে রেজিষ্ট্রেশন করে আমার ব্লগে লেখা পোষ্ট করার স্বাধীনতা পায়। যেমনিভাবে আমরা টেকটিউনসে লেখার স্বাধীনতা পাই।

কিন্তু সেটা কিভাবে করবো? এটি কি কোন প্লাগ ইনস? নাকি কোন স্ক্রিপ্ট? নাকি বিশেষ কোন ফরম?

আমার ব্লগে এই ফাংশনটি চালু করতে চাই।

প্লিজ কেউ যদি ভাল সমাধান জানেন তাহলে আমাকে একটু জানান। খুবই উপকৃত হব।

Level 0

আমি simon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি কোন platform use করছেন তা বলেন নি। wordpress এ এটা খুব সহজে করা যায়।ব্লগার বা ব্লগস্পট এর কথা জানিনা।
আপনার সাইট এর লিঙ্ক কোথায়।
বিস্তারিত জানিয়ে লিখুন।

আমার ওয়ার্ডপ্রেস সাইট এ এই সুজগ আসে।
ভিসিট করে দেখতে পারেন।
http://www.eveningstale.tk/

আপনার ব্লগ কোন প্লাটফর্মের উপর? ব্লগার না ওয়ার্ডপ্রেস?