আজ আমি আপনাদের সবার কাছে সাহায্য চাচ্ছি। বিশেষ করে যারা প্রোগ্রামার তাদের কাছে। দয়া করে আমাকে সাহায্য করুন।
সম্ভবত সবাই জানেন আমি একটা অনলাইন কোচিং সেন্টার খুলেছি। আমার সেই কোচিং সেন্টারের জন্য আমি অনলাইন এক্সাম এর পেজ খুলতে চাচ্ছি। যে পেজে থাকবে ২৫ টি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের উপর ৫ টি করে মাল্টিপল কোশ্চেন। তার মধ্যে একটি কোশ্চেন থাকবে উত্তরের। সবাই ওয়েব সাইটে তাদের নাম ও ই-মেইল লিখে আমার তৈরী করে দেয়া কোশ্চেনে সঠিক উত্তর দিবে এবং সাথে সাথে সে তার ফলাফল জানতে পারবে। ধরুন, একটা কোশ্চেন এর উত্তর "ক", কিন্তু ইউসার ভুল করে উত্তর দিল "খ" সেক্ষেত্র উত্তর ভুল দেখাবে। এবং সঠিক উত্তর টি জানিয়ে দেবে যে উত্তর হবে "ক"। এভাবে ইউজার ২৫ টি কোশ্চেন এর আনসার করার পর ফলাফল দেখাবে কয়টি সঠিক হল, কয়টি ভুল হলো। তারপর প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে .২৫ নাম্বার। এভাবে হিসাব করে উত্তর প্রদান করবে। আর ফরম্যাট এমন ভাবে সাজাতে হবে যেনো আমি এটাকে এডিট করে পরবর্তীতে আরো কোশ্চেন সেট করতে পারি। তাই সবার সাহায্য কামনা করছি। যদি কেউ অনুগ্রহ পূর্বক তৈরী করে দিতে রাজী হন তাহলে প্লীজ কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ সবাইকে।
আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a simple Man.
জুমলায় একটা কম্পোনেন্ট আছে কুইজ টুইজের জন্য। নিজেই কনফিগার করে নিতে পারবেন।