ভিডিও গেম Takken 3 কিংবা Takken Tag এর ডাউনলোড লিংক দরকার . হেল্প প্লিজ !!!

স্কুল জীবনের এক সুদীর্ঘ সময় পার করেছি ভিডিও গেম্স খেলে . স্কুল পালিয়ে চলে যেতাম গেমের দোকানে . মোস্তফা আর টেকেন থ্রি -এ দুটোই খেলতাম . দিনগুলি সত্যিই মিস করি এখন . এখানকার কোনো একটি টিউন থেকে মোস্তফা গেমটি নামালাম . খেলছি ও .

এখন Takken 3 টা দরকার . কারো কাছে ডাউনলোড লিংক থাকলে দিবেন , প্লিজ !!!
Takken 3 (character গুলি বলে দিচ্ছি - Nina, Anna, Paul, Lee, Jin, Mocu jin, Herorang, Yushumishu , Eddy...)

Level 0

আমি মৃত্যুরৌদ্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হিমু হবার স্বপ্ন একদিন আমার এ সুপ্ত মনের গুপ্তপথে দিয়েছিল উঁকি ! বহু দিন বহু মাস আর বহু বছর হিমু হবার ব্যার্থ সাধনায় নিষ্ফলান্তক উপুর্যপরি পন্ডশ্রমের ধারাবাহিকতার ইতি টেনে ক্ষান্ত দিলাম ! হিমু হবার অর্থ সাধারন বিশ্লেষণে দাড়ায় ' মহাপুরুষ হওয়া ' । তাই , হিমু হতে গেলে সর্বাগ্রে পাপমুক্ত...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি এই লিঙ্কতা দেখতে পারেন। http://www.mediafire.com/?1r7uwg6c1g7xqy6 extract করার পর সেটআপের সময় চাইনিজ লেখা আসবে, আপনি অনুমান করে next, next করে সেটআপ দেন।খেলার সময় ইংলিশ আসবে আর আপনি যেহুতু আগে খেলেছেন তাই দেখলেই বুজতে পারবেন কিভাবে খেলতে হয়। খেলতে পারেন আর না পারেন আমাকে আওয়াজ দিয়েন। all the best.

    দারুন !!!
    এটাই তো খুজঁছিলাম . ধন্যবাদের চেয়ে ও অনেক বেশি কিছু প্রাপ্য আপনার . বিকাল থেকে এ পর্যন্ত প্রায় 10-12 গেম ওভার করেছি . ভালো থাকবেন সজল ভাই .

Level 0

আপনি খেলতে পেরেছেন শুনে ভালো লাগলো।সত্যি বলতে কি আমি নিজেই খেলতে পারি নাই। কোন mode এ যে খেলতে হয় খুজে পেলাম না।২/১ টা mode চেষ্টা করেছি কিন্তু play হয়না। খেলার নিয়মটা যদি বলতেন উপকার হতো। ভালো থাকবেন।

    আমি তো সব মুড এ ই খেললাম . অসুবিধা হয়নি . আপনি আমাকে গেমের লিংক দিলেন আর আপনি ই খেলতে পারেননি শুনে খারাপ লাগছে . কিছুক্ষণ সময় নেয় ওপেন হতে 20-25 second maximum. তারপর Namco নামে একটি লেখা আসে . তখন কিবোর্ডের V button টি চাপলে গেমের মেনু আসে . তারপর 5-6 টি মুডের ভেতর যেটি আপনার ভালো লাগে খেলতে পারেন . মুড সিলেক্ট করতে V , প্লে করতে Z চাপুন . পান্চ করতে S,D আর কিক করতে Z,X. আশা করি খেলতে পারবেন .

Level 0

ধন্যবাদ,খেলতে পেরেছি।

Level 0

ভাইয়া, মিডিয়া ফায়ার এটা delete করে দিছে আর একবার আপলোড দেন প্লিজ।