আমি আমার পিসিতে উবুন্টু ব্যবহার করতে চাই কিন্তু কিভাবে ?

অনেক দিন ধরেই ভাবছিলাম আমার পিসিতে উইন্ডোজের পাশাপাশি উবুন্টু ব্যবহার করার। ইনস্টল করিনি বোলবনা। করেছি, কিন্তু কিছুই বুঝিনি। তবে এটুকু বুঝেছি আমার অনেক অজ্ঞতা আছে।
প্রথমত বলতেই হবে কোন কাজের জন্য কি সফ্টওয়ার ব্যবহার করব সেটাই জানি না। দোকানে গিয়ে খুঁজলাম, পেলাম না। পরে নেট ঘেটে পেলাম আসলে উবুন্টু os এ থাকা অবস্থায় নেট থেকে সফ্টওয়ার নামাতে হবে, পরে ইনস্টল। উবুন্টু os এ নেট কানেকশন কিভাবে দেয় এ ব্যাপারে কিছুইতো জানি না। ডাউনলোড তো দূরের কথা।
দ্বিতীয়ত বলতে হবে টুকটাক গান শোনা ফিল্ম দেখার পাশাপাশি আমার ছবি এডিট করতে হয়। উবুন্টু তে ফটোশপ আছে কিনা আমার জানা নাই।
তৃতীয়ত বলতে হবে আমি আমার পিসিতে উবুন্টু ব্যবহার করতে চাই ও সকল কাজ ওখানেই করতে চাই।
চতুর্থত বলতে হবে আমাকে উবুন্টু এর কাছে আসার জন্য টিটি’র সবার কাছে সাহায্য চাই।
পুনশ্চ: উবুন্টু এর উপর লেখা কোন বই বাংলাতে থাকলে আমাকে জানান দয়া করে।

সবাই ভাল থাকুন।

Level 0

আমি Nayan Kumar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সকল সমস্যার সমাধান আশা করি <a href="https://www.techtunes.io/category/linux/">এইখানে</a>পাবেন। আর আপনার পোস্টের বিভাগটা পাল্টে সাহায্য/জিজ্ঞাসা করে দিন দয়া করে। 😀

    ধন্যবাদ, মাখন ভাই !!!

Level 0

আপনি সকল কাজ উবুন্টু তেই করতে পারবেন….তবে আপনার ইচ্ছা থাকতে হবে(বাঙালিরা একটু অলস তো..হাতের কাছে কিছু না পেলে কাজ করতে চায় না)
২. ইন্টারনেট ব্যবহার নির্ভর করছে আপনি কি দিয়ে ইন্টারনেটে connected হবেন সেটার উপর
৩.উবুন্টু তে photoshop এর বাপ ও আছে..!!! সফটওয়্যার টার নাম gimp. এটা ১০.১০ version এ built in অবস্থায় পাবেন না….তবে ৯.০৪ থাকলে তাতে পাবেন। (আপনি উল্লেখ করেন নি আপনার উবুন্টু version কতো)
আরো সাহায্যের দরকার হলে এখানে অনেককেই পাবেন। আমিও আপনার সঙ্গে আছি। উবুন্টু ব্যবহার করার ইচ্ছাটাকে জিইয়ে রাখুন…তাকে নষ্ট হতে দেবেন না।

Level 0

আপনি কি ধরণের নেট ব্যাবহার করতে চান? যদি আপনি ব্রডব্যান্ড চালান তাহলে ২ তাহলে আমাকে বলুন। সেটা কি IP সিস্টেম নাকি username/ password সিস্টেম?