সাহায্য চাই খুবই জরুরী: এক্সপি থিম সম্পূর্ণ কালো

সাহায্য চাই........ ভুলে থিম পরিবর্তন করতে গিয়ে যে সব সমস্যার সৃষ্টি হল:

১। মাউস দিয়ে রিফ্রেশ করার কমান্ড দিলে কিছু দেখা যায় না

। অর্থাৎ মাউসের রাইট বাটনে ক্লিক করলে কিছু দেখা যায় না।
২। ডেস্কটপের উপরের কোন ফাইল ডিলেট করার কমান্ড দিলে যে মেনুটি আসে তাতে কোন লেখা যেখা যায় না। কেবল কিছু চিহ্ন প্রদর্শিত হয় মাত্র।
৩। start বাটনে ক্লিক করলে যে মেনুটি প্রদর্শিত হয় তার কোন লেখাই দেখা যায় না।
৪। my computer ঢুকলে কোন লেখা দেখা যায় না । কোন ড্রাইভ এর নাম দেখা যায় না। শুধু  icon গুলো দেখা যায়।
৫। ওয়েব ব্রাউজারের উপরের কোন ট্যাবের নাম দেখা যায় না। এড্রেস বারে কোন লেখা লিখলেও তা দেখা যায় না। (তবে সতর্কতার সাথে টাইপ করে এন্টার টিপলে পেইজ আসে।

৬। বুকমার্কের কোন লেখা দেখা যায় না।

৭। এমএস ওয়ার্ড এর মাঠ কালো অন্ধকার
মোট কথা, যেখানে লেখা দেখা যায় না তা সম্পূর্ণ কালো দেখায়। এমন বিপদে আমার মত কেউ বোধ হয় পড়েন নি। আমি পড়েছি, তাই এখন হারে হারে তার মজা টের পাচ্ছি!
এখন কেউ একটা সমাধান দেবেন আশা করি।

আমাকে [email protected] এ পাবেন। এখানে সমাধান সেন্ড করলে তাড়াতাড়ি পাব।
আর ভাই, কি-বোর্ড কমান্ড ছাড়া আপাতত আমি কিছুই করতে পারি না।

আশা করি খুব দ্রুত সমাধান পেয়ে যাব।

Level 0

আমি মামুন আবদুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল... http://facebook.com/mmnbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ame esob besoe oniviggo.tobe propertise a gea dekte paren.background,text,folder er color change korte paren

    ভাই প্রোপার্টিজে গিয়েছিলাম, কিন্তু সবই কালো। শুধু আইকনগুলো দেখা যায়। আপনাকে ধন্যবাদ।
    হায় হায় ……. বড়ই বিপদ!

আমার মনে হয় আপনার থিম আনইনষ্টল করলেই সব আগের মত ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ।

    ভাই, আমার সমস্যা হল, মাউস দিয়ে ক্লিক করে কোথাও যাওয়া যায় না। অর্থাৎ কোনটায় যে ক্লিক করব তা দেখা যায় না। আর না যদি বা দেখা যায় তবে কোন কি-বোর্ড কমান্ডের দ্বারা এ সমস্যা সমাধান করা যায় কিনা? এটাই জানতে চেয়েছিলাম। ধন্যবাদ আপনার আইডিয়ার জন্য।

সমস্যার সমাধান হয়েছে। আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ।